পাতা:চিকিৎসাসার.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లి করিয়া লুকাইয়া থাকে, কখন ২ পাগলের ন্যায় হয় । কোন চিকিৎসা না করিলে অগপ দিবসের মধ্যে প্রাণ ত্যাগ হইতে পারে। আর উক্ত পাগল পশু কামড়াইবার পরে তাহার বিষের তেজ দৃশ্য না হইলেও অধঃস্থ উপায় করিবে । উপায় । কালামিল . . . . . . . . ৷০ রতি, কিম্বা পারাচুর্ণ . . . . . . . . ৩ ঐ ইহাকে তিন মাস পর্য্যন্ত তিন দিবস অন্তর এক পান খাওয়াইবে । আর পাগলের ন্যায় দৃশ্য হইলে অধঃস্থ উপায় করিবে । উপায় । গাজার গুলি তৈয়ার করিয়া দুই ২ ঘণ্টান্তরে এক ২ গুলি খাওয়াইবে, যেন অলপ নেশাতে সুৰ্ব্বদ মত্ত হইয়া থাকে। এই প্রকারে আরাম হওন পৰ্য্যন্ত প্রত্যহ খাওয়াইবে। ইহাতে যদি স্যাৎ কোষ্ঠ পরিস্কার না হয়, তবে তাহা করিবার নিমিত্তে একটী জোলাপ খাওয়াইবে । পাগলের বিবরণ । পাগল হওনের নানা প্রকার কারণ আছে, এই জন্য প্রথমে তাহার মন বিশেষৰূপে জানিতে