পাতা:চিকিৎসাসার.djvu/১৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

388 ছুই সন্ধ্য আরাম হওন পর্য্যন্ত খাওয়াইবে। এক বৎসরের বালককে ঐ প্রকার করিয়া খাওয়াইবে। যদি স্যাৎ বালকের বয়ঃক্রম নু্যনাধিক হইয়া থাকে, তবে ঔষধকেও নু্যনাধিক করিয়া দুই মাস পর্যন্ত খাওয়াইৰে। ইহাতে যদি স্যাৎ আরাম না হয়, তবে অস্ত্রবিদ্যা অনুসারে মস্তক চিরিয়া জল বাহির করিতে হইবে । মাংসময় কোরণ্ড । অণ্ডকোষ যদি স্যাৎ ফুলিয় উঠে, ও মাংসের ন্যায় হন্তেতে শক্ত বোধ হয়, তবে তাহাকে কেবল কাপড়ের থলির মধ্যে রাখিয়া উপর পানে টানিয়া বান্ধিবে, যেন বুলিয়া না পড়ে। যদি স্যাৎ অধিক দাহ হয়, তবে দুই তিন দিবস পর্য্যন্ত রুটীর কিম্ব। ময়দার পোলটস বান্ধিবে। যদি অলপ বেদন থাকে, তবে নীচের লিখিত প্রলেপ দিবে। লাভনম • • • • • • • • • • এক ভাগ সরিষার তৈল . . . . . . . . দুই ভাগ তাহাকে একত্র মিশ্ৰিত করিয়া প্রত্যহ দুই তিন বার তাহার উপরে লাগাইবে । আর ঐ রোগ যদি স্যাৎ অনেক দিবসের হইয়া থাকে, এবং অণ্ডকোষের বিচি বড় হইয়া থাকে, তবে নিমুলিখিত উপায় করিবে ।