পাতা:চিকিৎসাসার.djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ ৫২ লিখিত অনুসারে তাহার শরীরে লাগাইয়া দিবে, ইহাতে উক্ত প্রকার টীকা হইবে। আর ঐ টীকণর বীজ রাথিতে ৰাঞ্ছা করিলে তাহার খোসা কাড়িয়া লইয়া শুকাইয়া রাখিলে কতক দিন পর্য্যন্ত তাহার গুণ থাকে। পরে সময়ানুসারে কাহাকেও যদিস্যাৎ টীকা দিতে মানস হয়, তবে উক্ত অনুসারে উপায়াদি করিয়া ঐ বস্তুকে কিঞ্চিৎ উষ্ণ জলেতে গুলিয়া সে জল দিলে উক্ত টীকাদি বৰ্ত্তিবে। চক্ষুর রোগ। চক্ষু উঠন। চিহ্ন । চক্ষু এবং চক্ষুর পাতার নীচে লালবর্ণ হয় ; বালি পড়িবার ন্যায় কিরকির করে ; আলোর প্রতি দৃষ্টি করিতে পারে না ; চক্ষু জ্বালা করে ; চক্ষুর পাতা ফুলিয়া উঠে; এবং আঠার ন্যায় এক প্রকার রস বাহির হয়, তাহাতে চক্ষুর দুই পাতা একত্র লাগিয়া যায়। গরম জল দিয়া ধৌত করাইলে দুই পাতা আল্লা হইয়া পূৰ্ব্বমত হয়। আর ঐ রোগ অতিশয় শক্ত হইলে পূজের ন্যায় ডেলা ২ বাহির হয় । উপায় । যদিস্তাৎ অতিশয় শক্তৰূপে ঐ রোগ হইয়া থাকে,