পাতা:চিকিৎসাসার.djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> \be কোন ২ সময়ে অল্প দৃষ্টি হয়, কোন সময়ে কিছুই झुर्कि इत्व मा । কারণ । যে দুই ইন্দ্রিয়তার চক্ষুর ভিতরে প্রবেশ করে, সেই তার অচৈতন্য হইলেই উক্ত রোগ উৎপন্ন হইয়া দৃষ্টিতেজকে রহিত করে, অর্থাৎ ঝাপস দৃষ্টি হয়, এবং স্থৰ্য্যের কিরণের ন্যায় অতিশয় উজ্জ্বল কোন বস্তুর অথবা স্থৰ্য্যাদির প্রতি সৰ্ব্বদা দৃষ্টি করিলে ঐ রোগ হয়। উপায় KO সৰ্ব্বদা আলোরহিত নির্জন গৃহমধ্যে থাকিবে, এবং নিমু লিখিত ঔষধাদি মার্জন করবে। ঔষধ । চক্ষুহইতে কর্ণ পর্য্যন্ত যে স্থান, সেই স্থানে অর্থাৎ রগেতে ভেবেটীয়া প্রলেপ এক ২ পাশ্বে অৰ্দ্ধ মাষা ওজনে আরাম হওন পর্য্যন্ত প্রত্যহ মাৰ্জ্জন করিবে । মাসবৃদ্ধি। চিহ্ন । চক্ষুর কোণহইতে মাংসের ন্যায় এক প্রকার চৰ্ম্ম ক্রমে ২ বৃদ্ধি হইয়। ভোমার উপরি ভাগকে আচ্ছাদিত করে।