পাতা:চিকিৎসাসার.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দুষ্পাপ্য |ীরের বিবরণ শরীরের বিবর o পড়ন্ত্ৰ - * --=۔ وِمہ . প্রথম খণ্ড। ്പ്പ : শরীরভাগের సిత్రాల్తే ! শরীরের ভিন্ন ২ স্থানের নাম সহজৰূপে জানিবার জন্যে তাহাকে তিন ভাগেতে বিভাগ করিতেছি। প্রথম। মস্তক, যাহাতে মগজ ও ক্ষুদ্র মগজ ও মুখ ও চক্ষু ও কর্ণ এবং নাসিকা ইত্যাদি আছে। দ্বিতীয়। বক্ষঃস্থলাদি, যাহাতে ফুসফুস ও অন্তঃকরণ ও উদর ও আমাশয় ও কলিজা ও পিলে ও কুকুরজিহ্বা ও গুদা ও ফোকনা, এবং স্ত্রীলোকদিগের গৰ্ব আছে। তৃতীয়। হস্ত পদ ইত্যাদি। ঐ সকল ভাগের বিবরণ বিশেষ ৰূপে জানাইবার জন্যে নিম্নে প্রকাশ করিয়া লিখিতেছি।