পাতা:চিকিৎসাসার.djvu/২৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৪৩ উপকার । উক্ত অনুসারে । বেল্লাদন্না । জন্ম । এক বৃক্ষের পাতা । একৃষ্ট্রকেট বেল্লাদন্না। চিহ্ন । কালোবর্ণ আঠা, আস্বাদন অলপ তিক্ত । উপকার। বেদনানাশক, আর শিরঃপীড়া হইলে ও ইন্দ্রিয়তার ক্ষত হইলে দেওয়া যায়। দুই ধান ওজনে দিবসের মধ্যে তিন কিম্বা চারি বার খাওয়াইবে । কেপসিকম ; লঙ্কামরিচ। জন্ম । এক বৃক্ষের ফল। উপকার । চৰ্ম্মে লাগাইলে জ্বালা করে, এই জন্যে নানা প্রকার দরদ হাস হইবার জন্য পোলটসের সঙ্গে দেওয়া যায়। আর গলাতে বেদন হইলে ও শর দিতে ও পালা জ্বরেতে দেওয়া যায়। У 2