পাতা:চিকিৎসাসার.djvu/২৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৫৪ উপকার । ইহাতে বমি হয়, ঘাম নির্গত হয়, এবং কফ নির্গত হয়, আর নানা প্রকার ভেদেতে দেওয়া যায়। ওজন | বমি হইবার জন্য ১০ রতিকে উষ্ণ জলেতে মিশিত করিয়া খাওয়াইবে, আর কাস বন্ধ হইবার জন্য দুই ধান, ও ভেদ হইবার জন্য দুই ধান অন্য ঔষধের সঙ্গে মিশিত করিয়া খাওয়াইবে । ইপকেক ওয়াইন ; ইপকেক আরখ । ইপকেকের চুর্ণ . . . . . . ॥০ ছটাক সেরি ওয়াইন . . . . . . . . ৷০ সের এই চুর্ণকে অষ্টাহ পর্য্যন্ত ঐ মদিরাতে ভিজাইয়া রাখিবে; পরে ছাকিয়া লইবে । ও জন । কণস বন্ধ কিয়া ঘাম নির্গত হইবার জন্য এক বারেতে ১০ টোপাহইতে ২০ টোপা পৰ্য্যন্ত দিবসের মধ্যে তিন বার খাওয়াইবে । আর বমি হইবার জন্য ৭ মাষাহইতে ১৪ মাষা পর্য্যন্ত লইয়া তাহাতে কিঞ্চিৎ উষ্ণ জল মিশাইয়া খাওয়াইবে। - ইপকেক সিরপ । ইপকেকের চুর্ণ . . . . . . ॥৩ ছটাক দোবার"মদ • • • • • • • • ৷০ সের সিরপ • • • • • • • • • • ১ সের