পাতা:চিকিৎসাসার.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Xe হয়। অন্ধকারহইতে আসিয়া অতিশীঘ্ৰ আলো প্রতি দৃষ্টি করিলে অপেক্ষণ পর্যন্ত চক্ষু বেদনা করে, কারণ ঐ পুত্তলি শীঘ্র সঙ্কুচিত হইতে না পারাতে অধিক আলো তাহাতে প্রবেশ করে, এই হেতু বেদনা করে, কিন্তু কিঞ্চিৎ সময়ের মধ্যে ঐ পুস্তলি সঙ্কুচিত হইলে পরে বেদন নাশ হয়। আর আলোহইতে আসিয়া অন্ধকার স্থানে উপস্থিত হইলে শীঘ্ৰ দুষ্ট হয় না, তাহার কারণ পুত্তলি সে সময়ে অতি ক্ষুদ্র হইয়া থাকে; কিন্তু কিঞ্চিৎ কাল পরে ঐ পুত্তলি অধিক আলো ধারণ করিবার জন্যে বড় হয়, তাহা হইলেই পরিস্কার দৃষ্টি হয়। যেমত মধ্যাকু সময়ে খিড়কির দ্বারা যথেষ্ট আলো ঘরের মধ্যে প্রবেশ করে, কিন্তু সন্ধ্যার সময়ে অন্ধকার হওয়া প্রযুক্ত অধিক আলো দরকার হইবায় দ্বার খুলিতে হয়, সেই প্রকারে চক্ষুর পুত্তলির হ্রাস ও বৃদ্ধি জানিবা । আর ঐ পুত্তলির পশ্চাতে ক্ষুদ্র মটরের পরিমাণে গোলাকার ও নিৰ্ম্মল একটি বস্তু টাঙ্গণন আছে, যাহাকে স্কুল মধ্যকাচ (crystalline lens) za i trta, তাহার দ্বারা চক্ষুর ভিতরে আলো প্রবেশ করে। যদি কোন প্রকারে উক্ত কাচ মলিন হয়, তবে চক্ষুর দৃষ্টির ব্যাঘাত জন্মে। আর যৌবনাবস্থায় উক্ত কাচ অতিশয় গোলাকার থাকে, এই জন্যে পরিষ্কার রূপে দৃষ্টি হয়; কিন্তু বয়স অধিক হইলে