পাতা:চিকিৎসাসার.djvu/৩২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

של סא উপকার । ইহাতে নিদ্রা হয়। মরফিয়ার বটিকা । মরফিয়া • • • • • • • • • • ১ ভাগ সাবান • • • • • • • • • ১৬ ঐ এই দুই দ্রব্য একত্র উত্তমৰূপে মিশ্ৰিত করিয়া দুই রতি ওজনে এক ২ বটিকা তৈয়ার করিয়া একটী ২ খাওয়াইবে । উপকার। ইহাতে নিদ্রা হয় ; কিন্তু এ ঔষধ বড় বিষণ্ডুল্য, এই নিমিত্তে সাবধানে খাওয়াইবে ; এক ধানের অধিক কখন খাওয়াইবে না। হাইওসাইয়ামস ও ইপকেক বটিকা । হাইওসাইয়ামস • • • • • • • • ২ ভাগ ইপকেক • • • • -- -- - કે এই দুই দ্রব্য একত্র মিশ্ৰিত করিয়া এক রতি ওজনে এক ২ বটিকা বানাইয়া একটা ২ করিয়া দুই কিম্বা তিন ঘণ্টান্তরে খাওয়াইবে । উপকার । জঠরাগ্নি প্রজ্বলিত হইলে এবং আহারাদি উদরে না রহিলে এই ঔষধ খাওয়াইতে হয়।