পাতা:চিকিৎসাসার.djvu/৩৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*e8२. इहेब আপনি ফাটিয়া যাইবে, পরে ক্রমে ২ সকল পূষ নির্গত হইলে আরাম হইবে। কাটাঘায়ের বিষয় । শরীরের কোন স্থানে যদি অস্ত্রাঘাতের দ্বারা অথবা অন্য কোন প্রকারে কাটিয়া যায়, ও তাহাতে যদিস্তাৎ প্রস্থান নাড়ী ছেদন না হইয়া থাকে, তবে সেই ঘাকে শীতল জলেতে উত্তমৰূপে ধৌত করিয়া তাহার দুই মুখ বরাবর সমান করিয়া ঐ ঘায়ের আড় ভাগে একটা অথবা ছুইটী অথবা যত দরকার হইবে, তাহা বিবেচনা করিয়া মলমের পটী বসাইবে। পরে ঐ পটার উপরে অর্থাৎ সমুদয় ঘাকে নেকড়ার দ্বারা ঢাকিবে, অথবা জড়াইবে ; যে স্থানে যেমত করিতে হয়, বিবেচনা পূর্বক সেই স্থানে সেই প্রকার করিবে। পরে ঐ নেকড়ার উপরে দুই তিন দিবস পর্য্যন্ত ক্রমাণুত থাণ্ডা জল ঢালিবে, যেন সে নেকড়া শুষ্ক না হয়, এই প্রকার করিলে আরাম হইতে পারে। যদিস্যাৎ অধিক কাটিয়া যায়, তবে তাহার দুই দিগের চৰ্ম্ম একত্র সমান করিয়া ধরিয়া সিলাই করিয়া দিবে, পরে উক্ত প্রকারে মলমের পটী আদি বসাইবে, এবং অন্য ২ কৰ্ম্মাদি করিবে । আর যদিস্যাৎ বড় প্রস্থান নাড়ী কাটিয়া যায়, তবে সেই নাড়ীকে আকর্ষি