পাতা:চিকিৎসাসার.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8వె নানা প্রকার রোগ জন্য নাড়ীর গতি সময়ামুসারে ভিন্ন ২ হয়। নাড়ী ধুকধুকের কারণ এই, অন্তঃকরণের বড় ভাগ আপন ইচ্ছায় সঙ্কুচিত হইয়া শরীরের সকল প্রস্থান নাড়ীতে অন্তঃকরণের রক্তকে ঠেলিয়া দেয়, এই নিমিত্তে প্রস্থান নাড়ীসমুহ ধুক ২ করে। এবং ঐ নাড়ীর গতিদ্বারা রোগের নানা প্রকার চিকু জানিতে পারা যায়। প্রথম। নাড়ীর চিহ্ন। নাড়ীর গতি চারি প্রকার । ১ চঞ্চল নাড়ী। যদি রক্ত অতি শীঘ্ৰ চলে, তবে তাহাতে জানা ষায়, যে শরীরের রক্ত গরম হইয়াছে। নানা প্রকার জ্বরের দ্বারা নাড়ী শীঘ্ৰ চলে। ২ তেজঃপুঞ্জ নাড়ী । শরীরের রক্ত যদি স্যাৎ অতি প্রবলৰূপে চলে, কিন্তু শীঘ্ৰ নহে ধীরেও নহে, অর্থাৎ সমভাবে চলে; ইহাকে তেজঃপুঞ্জ নাড়ী বলা যায়। আর ইহার দ্বারা জানিতে পারা যায়, যে অন্তঃকরণের রক্ত অতিশয় জোরে সঙ্ক্ষেপ হইতেছে। নাড়ীর এই প্রকার গমনের স্বারা জ্বরের আরম্ভ ও বাত এবং অন্তঃকরণের রোমাদি জানিতে পারা যায় ।