পাতা:চিকিৎসাসার.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●bー উপায় । দাদমারির পাতাকে উত্তমৰূপে বাটিয়া তাহাতে প্রলেপ দিলে কখন ২ ভাল হইতে পারে। অন্য উপায় । গজন তৈল . . . . . . . . ) এক ছটাক গন্ধক চুর্ণ . . . . . . . . 2 જે এই দুই দ্রব্যকে একত্রে মিশ্ৰিত করিয়া প্রত্যহ ঐ রোগেতে লাগাইবে। অন্য উপায় । পেঁপের কাচা ফলকে কাটিয়া তাহার আঠা ঐ দাদেতে মালিস করিলে তাহা আরাম হইবে । --- মহাব্যাধি রোগের বিষয় । অন্য নাম, কুষ্ঠ । কুঠ । শরীরের চৰ্ম্মের উপরে স্থানে ২ চাকা ২ হইয়। মলিন হয়, কখন ২ মুখ কিঞ্চিৎ মোটা হয়, কতক দিবসের পরে শরীরের স্থানে ২ ঘা হয়, ও ভিতরের হাড় এবং মাংস ক্ষয় হইয়া যায়, অঙ্গুলি সকল বসিয়া যায়। এই রোগ আর এক প্রকারের হয়, তাকাতে হস্ত পদ সকল খসিয়া পড়ে ।