পাতা:চিকিৎসাসার.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Nుషె পরে, চিরাতা . . . . . . . . ১ তোলাকে অৰ্দ্ধ সের গরম জলেতে ভিজাইবে, পরে সেই জলকে ছাকিয়া লইয়া দিবসের মধ্যে দুই বার ফি বারেতে এক পোয় ওজনে খাইবে। ঐ প্রকারে প্রত্যহ জ্বরত্যাগ হওনাবধি খাইবে । শরীরে যদি স্যাৎ অলপ জ্বর থাকে, তবে ঐ ঔষধেই ত্যাগ হইবে। যদি স্যাৎ ভারি অর্থাৎ জ্বরের তেজ অধিক হয়, তবে নীচের লিখিত উপায় করিবে । মুসবার . . . . . . . . . . ২ মাষা । সাবান . . . . . . . . . . ২ ঐ সফেদ সম্বল . . . . . . . . ২ রতি । এই কএক দ্রব্যকে একত্র মিশ্ৰিত করিয়া ১৬ তিনটা খাইবে, সমরানুসারে নু্যনাধিক পোনের দিবস পর্য্যন্ত খাইবে, পরে অন্য উপায় করিবে। উপায় । প্রথমে এই জোলাপ দিবে। মুসৰ্ব্বর • • • • • • • • • • ১ 11 মাষী । কালামিল . . . . . . . . . . ৩ রতি। এই দুই দ্রব্যকে একত্র মিশ্ৰিত করিয়া তিনটী বটিকা তৈয়ার করিয়া রাত্ৰিযোগে উপবাস করিয়া প্রথমে ছুইটী খাইবে, অর্থাৎ গিলিয়া ফেলিবে ।