পাতা:জীবন তারা.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন তারা। RR কলি৷ লাজেতে অমনি ফুটে, সে পদনখরে ছুটে, শরণ লইল গুরু বলি ॥রাণী কহিলেন রূপ, শুনিয়ে রলের কৃপ, সন্যাসী চতুর চূড়ামণি। অমনি চাতুরী করে, রূপ শুনে মনোন্তরে, ময়ি তোর জামাই এমনি। যেমন ৰূপসী মেযে, তেমনি জামাই পায়ে,কি যাতনা বিধাতায় ধিক । একি অম্প দুঃখ কৈতে, প্রাণাধিক পুত্ৰ হৈন্তে, জামাতারে মমতা অধিক। তাহে ভোর পুত্ৰ নাই, সবে ধন সে জামাই, এই কি উf, 5 কৰ্ম্ম তার। যার জনে) করি দুঃখ, সে যদি নাচাকে মুখ, যে অসুখ কহিতে অপার ॥শুন মায়ি সমাচার, যে ৰূপ কহিলে তার, নাহি প্রায় এমন যন্যাসী। আছে মাত্র একজনতাব সঙ্গে দরশন, যবে আমি কাশী কৈতে আসি ৷৷ শুনেছি তাহার ঠাই,সত্য মিথ্যা জানি নাই, হয়েছে পথের পবিচর। ছিল সিন্ধুপুরে ধাম, জীবন তাহার নাম, রঘুবীর রাজার তনয়৷ শুনে সন্যাসীর মুখে, মাহৰী মোহিল সুখে, কি কুশল বলিলে গোসাঞি। গেল ব্যথা আন্তরিক,জীবন জীবনাধিক,সেই বটে আমার জামাই। বিনে সে জীবন ধন, দহিছে জীবন মন, জীব নের জীবন জীবন। আছে মোর বহুধন,বংশে নাহি পুত্ৰধন, পে ধনের সকল এধন। শুনিব কুশল তার,শারীরিক সমাচার, ভালত সে আছে.প্রাণে । সেই গিয়াছে বিয়ে কবে, দেখিয়াছি বাম ঘরে,পুনঃনাহি আইল এখানে॥সন্যাগী অমনি কয়, সেই কি জামাই হয়,ছিছি তার জনম বিফল ৷ আছে ভাল শারীরি ক,মীয় তোর প্রাণাধিক, জামাতার সমস্ত মঙ্গল। পবিত্যাগ