পাতা:জীবন যামিনী.djvu/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মঙ্গলাচরণ । জয় জয় নিরঞ্জন, পূর্ণ ব্রহ্মসনাতন; ভব ভয় বিনাশন কারী । গুণাতীত গুণময়, দয়াময় জ্যোতিময়, পূণব আকার রূপ ধারাঁ । জয় জয় ভূতনাথ, অখিল জনেরি তাত, দীননাথ জগত্ কারণ। জয় জয় নারায়ণ, পরম আরাধ্য ধন, নিরাকার নিখিল রঞ্জন । জয় জয় তমোহর, হৃদয়ের তমোহর, বিভাকর বিভাকর দান । জয় জয় সরাৎসার, সকলেরার মলাধার, নিরাধার নিত্য ভগবান। জয় জয় রূপাকর, দীন হীনে রূপাকর, কাটি দেহ মায়া মোহজাল । কত আর এই রূপে, মগু রব ভ্রমকুপে; আসিতেছে সে ধীবর কাল - ভূমি বিভুজ্ঞানাঞ্ছন, দেহ মোরে জ্ঞানাঞ্চন, সৎ পথ করি দরশন । পদার্থবিচার করি, ওহে হরি কাল হরি, পরি হরি বিষয় কানন ।