পাতা:জীবন যামিনী.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন যামিনী । নানা স্থানে সুখে ভুমি করয়ে বিলাস । এই রূপে নৃপসুত সুখে কাল হরে । ক্রমে ক্রমে উত্তরিল ষোড়শ বৎসরে"। এক দিন তারাবত ভূপতিরে কয় ॥ প্রাণনাথ ভুন্তে কেন হলে আতিশয় । জীবন যৌবন তৰু করেছে ধারণ । কি যুক্তি করেছ তার বিয়ের কারণ ॥ জীবনের বিভগ দিতে সাধ নাহিম নে ! পুত্রবধু মুখ কবে দেখিবে নয়নে । কত কাল আর ভবে ধরিব জীবন । শুভ কৰ্ম্মে বিলম্বের কিবা প্রয়োজন । রাণীর বচনে রায় হাস্য করি কয় । এ অণর ছিলনা মনে হইবে তনয় । হেরিলেন ভগবতী করুণা নয়নে । তোমার ব্রতের ফলে পেয়েছি জীবনে । অামার কি সাধ নাই বিভাদিতে তার । সেদিন হইবে যবে লিপি বিধাতার ॥ এখনি অনাব জাকি ষত ভাটগণ । সৰ্ব্ব দেশে সকলেরে করিব প্রেরণ । এতুবলি মহীপাল পলকে পূরিল। বাহির দেয়ণনে আসি মুখে বাৱ দিল । বলিলেন মন্ত্রিবারে কথা সবিশেষ ।- • , ভাটগণে ডাকি বারে করিল আদেশ । আজ্ঞ। মাত্র ভাটগণ হাজির হইল । অণহলাদে অবনী পতি কহিতে লাগিল । জমারের বিভা দিব বাসন ! অন্তরে ।