পাতা:জীবন যামিনী.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२० জীবন যামিনী । হইয়ে সত্বর, পৃথক অন্দর; নিৰ্মাইয়া দিল তাকে। হরিষে যামিনী; লইয়ে সঙ্গিনী, সে অনদরে গিয়ে থাকে। বিরল পাইয়ে, পতির লাগিয়ে, নৃপ জলাচারি মত। নাশিতে অশিবে, সদা সদাশিৰে, পুজে ধনী অবিরত ৷ নহে মনস্থির, সদাই অস্থির; কিবল পতির লাগি । সময় পাইয়া; ভগবাদি অগসিয়"; ক্রমেতে উঠিল চাগি । সে নবিনা বালা; যৌবনের জ্বালা, সহিতে না পারে প্রণণে । ভাবি নিরন্তর, হইয়ে কাতর; কহিছে দাসীর স্থানে । মুনলে স্বমতী, অধৈৰ্য্যত অতি, হতেছি মদম রাগে । চল সবে মেলি, করি গিয়া কেলী; ছাতের উপরি ভাগে । মুরঙ্গী সুমতী, জরঙ্গী জমভী; চারি সর্থী লয়ে সাতো চলিল্যামিনী, হয়ে উন্মাদিনী; মদন জ্বালা নিভাতে it যৌবনে অবলা; হুইয়ে চঞ্চল, ভ্ৰমে আউলিকোপরি ।