পাতা:জীবন যামিনী.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

é8 জীবন যামিনী কহ শুনি বৈদ্যবর, কিরূপ দেখিলে জর, রোগ কি হয়েছে নিৰূপণ । যদি ঘটে থাকে চিস্তে,তনয়ার রোগ চিন্তে, কারাগারে করিৰ বন্ধন। বৈদ্য কহে মহাশয়, ইহাতে না করি ভয়, রোগ হইয়াছে নিৰূপণ। কিন্তু অাছে এক কাজ; যদি কর মহারাজ: তবে শীঘু হইবে মোচন ৷ ক্রমে বৃদ্ধি হবে অযু; সেবন করিলে বায়ু, বলিষ্ঠ হইবে দিন দিন । - ঔষধেতে তবে তার, হবে রোগ প্রতীকণর; দেখিলাম ব্যাধি যে কঠিন ৷ কর রাজা প্রণিধান, চাহি মনোহর স্থান, যাহে মন রহে মুশীতল ৷ রোগ হবে উপশম, ঔষধের রবে ক্রম, নিবেদন কৰুি সকল । অতএব গুণনিধি, এ রোগের এই বিধি, দেখ অাগে বিচারিয়ে মনে । যদি ইথে মন লয়, তবে পারি মহাশয়, নৈলে মোরে রাখহু বন্ধনে ॥ শুনি কহে মহারাজ, এনছে কঠিন কাজ, — যদি পশর বর্ণচণভে কন্যারে। আছে মোর পুম্পোদ্যান; দেবের দুর্লভ স্থান । সেই স্থানে লয়ে যাও তারে । করিলাম'অনুমতি; তুমি সদারবে তথি, । রকর অার সহচরীগণ ।