পাতা:জীবন যামিনী.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

®X፡ জীবন যামিনীr অতি মনোনীত, আছে সুশোভিত, পুষ্পবিকশিত, অণহা কি মরি। সেফালি পাৰূল, কদম্ব বঙ্গল গন্ধরাজ ফুল কি শোভ করে । গোলাপ টগর,কত নাগেশ্বর,দেখিতে সুন্দর, অন্তর হরে It কনক চম্পক, তৰুলতা বক, কেতকী অশকঃ গন্ধ রজনী । কামিনী সেয়তী, মল্লিকা মালতী, হেরিলে যুবতী; ब्रू অমনি । ঝুমুক আতস, দেণপাট বাকস, সরস সরস; ফুটেছে তাতে। যক্ত কৃষ্ণকেলি, তৰুলতা মেলি, করিতেছে কেলি, মলয়া বাতে । আহা কি উদ্যান, দেব তুল্যস্থান, হেরিলে পরাণ, বিকল করে । ফুটি কত ফুল, করিছে আঙ্গল, সৌরভে দুম্বল, নারীর হর । স্বত্ত মধুকর; ক্ষুদ্ৰায় কাতর, ফুলের উপর; গুঞ্জরে বসি । - কোকিল নিকরে, স্বমধুর স্বরে, ডাকে সাখি পরে, রসেতে রসি । অাছে কভপক্ষ, বিরছি বিপক্ষ, লক্ষ করি লক্ষ, ; উড়িছে ঝাকে । * গায় নানাগীত, অতি সুললিত; হৃদয় মোহি৫, হয়েছে ডাকে ॥