পাতা:জীবন যামিনী.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন যামিনী । 월) কর কর প্রতীকার কুরঙ্গ নয়নী। তোল তোল চাদমুখ রাখ রাখ পুণে। দেখ দেখ যামিনী হইল অবসান । , ঝর ঝর ঝরিতেছে ঘ বিন্দু বিন্দু। মরি মরি সুখায়েছে ওবদন ইন্দ । শশী বিনে নিশির কি শোভা কভু হয় । অলি বিনে নলিনীর শোভা নাছি রয়। বাস বিনে কখন না শোভে অলঙ্কার । গলদেশ নাহি শোভে ৰিহনেতে হার ? পয়োধর বিনে নারী শোভা নুহি পায় । যুদ্ধর বিহনে শোভা পায় কি হে পায় । তাই বলি তব শুধামাখ বাক্য বিনে । কখন কি শোভে প্রেম বল না এদীনে । জানিতাম নিরস্তর শরল অন্তর । সে ভাবে হইতে কেন হইলে অন্তর।! হেরিতে তোমার কেশ আশায় মজিয়ে । এসেছিল ভুজঙ্গিনী ঘন সঙ্গে নিয়ে। ’ বসনে ঢেকেছ নাহি পেয়ে দরশন । মনোদুঃখে ক্ৰোধে দোহে হইয়ে মগন । ফণী গেল মান হয়ে তব কলেবরে । দংশায় আমার জঙ্গে অতি ক্রোধাভরে । ঘন কাদে বৃষ্টিছলেপেয়ে মনোদুঃখ । , নীলাম্বরী হয়ে শেষে ঢাকিয়াছে মুখ ? তব অকলঙ্ক মুখ হেরিবার আশে । শশধর উদয়তো ছিলেন আকাশে * কোনক্রমে নাহি পেয়ে মুখ দরশন।