পাতা:জীবন যামিনী.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবন যামিনী { " يمر স্বামী গেল কুল সহ এবে ধায় ধৰ্ম্ম । ধন্যরে দাৰুণবিধি এই তব কৰ্ম্ম । শুনিয়াছি রামায়ণে বালীক লিখন । এইরূপ হয়েছিল জানকী হরণ n · হায় হায় একি দণয় কি করি এখন । । এমন দুরাত্মা আমি না দেখি কখন ? পতিশোকে মম অঙ্গ হল জ্বর জ্বর । সীতত্ব নাসিতে দুষ্ট হইল তৎপর lা অস্বীকার যদি হই তবে হবে মন্দ । নাশিবে সতীত্ব ধর্ম জোরে করি দ্বন্দ ॥ যাচtহউক যাওয়া ভাল দুরাত্মার সনে । পারেতে নাশিব প্রাণ চণতরি সাধনে । মনোভাব মনে মনে করিয়ে গোপন । ধনাঢ্যের সঙ্গে চলে শোকে দহে মন । নিজ অশ্বে আরোহণ করি যায় ধুনী। পতিশোকে পাগলিনী হল চন্দ্ৰাননী । যামিনীর খেদ । محصحیی هسسه পতিশোকে বিনোদি 7, ক্রমে হল পাগলিনী, অশ্ব হতে হইল পতন । অস্তরে অনুল যার,সে কি সুস্থ রহে আর, কিসে ভাব রহিবে গোপন ! শিরে করাঘাত করে, ডাকিতেছে-উচ্চৈঃস্বরে, কোথা নাথ দেহু দরশন।