পাতা:জ্ঞানার্ণবঃ.djvu/১৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t" ১৭৮ - জ্ঞানার্ণবঃ। - ‘. করে। অন্যান্য অনিষ্ট কারী কেবল এক২ বিষয়ে অনিষ্ট করে কিন্তুক্ৰোধ রিপু বৃদ্ধিজ্ঞান পরমজ্ঞান মান ধন মিয়ত সকলকে বিনাশ করে । আর যেমন বিষপানে শরীর দগ্ধ ও প্রাণ নাশ হয় । তাহার ন্যায় ক্ৰোধ রিপূকে স্থান দান করিলে দেহ দ ধ ও প্রাণ নাশ করে । দেখ আহার বিনা মনুষ্যের অবশ্য প্রাণ নাশ হয় এবং আপাতত ক্ষুধায় অত্যন্ত লুসি পায় ইহা অতিমূঢ় ব্যক্তিরোবোধ হইতেছে তথাপি ক্ৰোধ হেতু ব্যক্তিরা অত্যন্ত ক্ষুধার জ্বালাসত্বে ও প্রাণ রক্ষক মাহার কে পরিত্যাগ করিতেছে । ক্রোধ হেতু অতি মান্য পূজ্য মাতা পিত; গুৰু প্রভূতিকে অপমান ও বধ করিতেছে । - ক্ৰোধবিষয়ে উদাহরণ । মহারাষ্ট্রীয় এক রাজা ছিলেন তিনি সৰ্ব্বদা ক্রোধ রিপূদ্বার আক্রান্ত কিন্তু অন্যান্য দোষ রহিত বিচার কালীন প্ৰজাগণ কোন বাক্য কহিলে তাহার প্রতি ক্রুদ্ধ হইয় তাহার যথার্থ জয় পক্ষ হইলে ও পরাজয় করাইয়। তাহার প্রতি বহুদণ্ড করিতেন এবং অন্যায় বিচার সন্দশনে মন্ত্রি প্রভৃতি কোন কথা কহিলে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হইয়। তৎক্ষণাৎ তাহার প্রতি দণ্ড অথবা পদচ্যুত কর৭ে অনুমতি করিতেন। স্ত্রী ཀཱ་ཐ། পরিবারের প্রতি ক্ৰোধে সৰ্ব্বদা অসক্ষত কটুৰ্বাক্য ও প্রহারাদি করিতেন ভন্নিমিত্ত ভাঁহার