বিষয়বস্তুতে চলুন

পাতা:টেলিমেকস (পঞ্চম সংস্করণ).djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

विडोश जबf । টেলিমেকাস কহিলেন, মিসর দেশের অধীশ্বর সিসষ্টিস স্বীয় বাহুবলে অশেষ দেশ জয় করিয়া ভূমণ্ডলের নানা খণ্ডে সাম্রাজ্য স্থাপন করিয়াছিলেন। ফিনীসিয়ার অন্তৰ্গত টায়ার নগর সমুদ্রমধ্যবৰ্ত্তা, সুতরাং বিপক্ষে সহসা তদ্বাসী দিগকে আক্রমণ করিতে পারিত না। বিশেষতঃ বহুবিস্তৃত বাণিজ্য DBD BDDB DBBuB ggBDD DBDDBDuD SS BBDBDB কেহ তাহাদিগকে আক্রমণ করিতে পারিবেক না। এই সাহসে ও ঐশ্বৰ্য্যগর্বে তাহারা কাহাকেও ভয় করিত না। এবং সিসষ্টিসকেও অগ্ৰাহ্য করিত। এই হেতু তিনি বহুকালাবধি তাহাদের উপর যৎপরোনাস্তি কুপিত হইয়া ছিলেন, অবশেষে সময় বুঝিয়া স্বয়ং বহুসংখ্যক সৈন্য সমভিব্যাহারে ফিনীসিয়া প্ৰবেশ করিয়া তাহাদিগের বিলক্ষণ দমন করিলেন এবং তাহাদিগকে নিৰূপিতকর দামে সম্মত করিয়া নিজ রাজধানী প্ৰত্যাগমন করিলেন। কিন্তু তিনি প্ৰত্যাগমন করিলে তাহারা পুনরায় নিৰ্দ্ধারিত রাজস্ব প্ৰদানে অসন্মত হইল। তদীয় প্রত্যাগমনোপলক্ষে রাজধানীতে যে মহোৎসব হইতেছিল, ঐ মহোৎসবসময়ে