পাতা:তীর্থরেণু.djvu/২১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু

বিনা ইন্ধনে যে আগুন জ্বলে,—
চকমকি’ উঠে চকমকিতে,—
আমি সেই!—আমি অনেকের প্রভু,—
সেবা করি তবু পুলক চিতে।
কে আছ ব্যথিত চিন্তা মথিত
এস, আমি দিব জুড়াতে ঠাই,
নয়ন-নগরে পরাণের ঘরে
বাহিরের গোল কিছুই নাই!
এত কথা যুনা জানেনা জানেনা,
অনাদি রসনা বলায় তারে;
আদি ও অন্ত একাধারে আমি,
মূঢ় সে যেজন বুঝিতে নারে।

যূনাস।


প্রেমের ঠাকুর

নিত্য নাহিলে  হরি যদি মিলে
জলজন্তু তো আছে,
ফলমূল খেলে  হরি যদি মেলে,—
বানর রয়েছে গাছে।

১৯১