বিষয়বস্তুতে চলুন

পাতা:ত্রিপুরার স্মৃতি.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুক্তি কিংবা মূৰ্ত্তির বিধ্বস্ত অংশ যে উদ্ধৃত না হয় এমন নহে। এই সমুদয় পৰ্য্যবেক্ষণ করিয়া এবভূত সম্ভাবিত হয়—বৌদ্ধধৰ্ম্মের পতন এবং হিন্দুধর্মের পুনরুখান—এই সন্ধি-সময়ে ঐ সমস্ত গ্রাম সমৃদ্ধিশালী জনপদ ছিল ; কাল বিবর্তনে ক্রমে অবনতি সাধিত হইয়। তৎসমুদয় স্থানের প্রাচীন ইতিহাস গভীর তিমিরে প্রচ্ছাদিত হইয়াছে । ত্রিপুর জিলার অন্তর্গত প্রাগুক্ত পরগণাত্রয় অধুনা যে নামে পরিচিত তাহ মুসলমান শাসনকালে প্রদস্তু আখ্যা । হিন্দু ও বৌদ্ধ-যুগে নিশ্চয়ই এভৎপ্রদেশের অপর কোন নাম ছিল, এই স্থানের ইতিবৃত্তের সহিত তাহাও অতলগর্তে নিহিত হইয়াছে ।

  • ত্রিপুৱার শ্বঞ্চি