পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৩৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিযুক্ত করিলেন ও তাঁহার কোনরূপ সাফাই সাক্ষী আছে কি না, তাহা জিজ্ঞাসা করিলেন। গিরিশ বলিলেন যে, তাহার কোন সাফাই সাক্ষী নই। গিরিশকে কারাবাস-প্রেরণের উদেশে হাকিম রায় লিখিতে আরম্ভ করিলেন। এমন সময় আদালতে একটা গোল পড়িল। সকলে দেখিল, একজন কৃষ্ণকায় ব্যক্তি এক বালিকার হাত ধরিয়া ভিড় ঠেলিয়া অগ্রসর হইতেছে। কন্যাটি ঠিক বালিকা নহে, যৌবন প্ৰস্ফুটিতপ্ৰায়। বালিকার মধু-মাখা লাবণ্য দেখিয়া সকলেই তাহার দিকে চাহিয়া রহিল। বলা বাহুল্য যে, সে বালিকা আর কেহ নহে— সরলা । গিরিশের বিপদে সরলা ও সরলার মাতা নিতান্ত কাতর হইয়াছিলেন। কয়দিন আহারনিদ্ৰা পরিত্যাগ করিয়া, দুই জনেই একমনে ভগবানকে ডাকিতেছিলেন। লোকপরম্পরায় সরলা শুনিল যে, গিরিশের বিরুদ্ধে বিশেষ কোন প্ৰমাণ নাই, কেবল তাহার নিকট হইতে সেই যে মোহরটি বাহির হইয়াছিল, তাহার জন্য গিরিশের কয়েদ হইবার সম্ভাবনা । পিতাকে সরলা বলিল,— “বাবা! গোপীবাবুর মোহর বুধবার দিন চুরি গিয়াছে, কিন্তু মঙ্গলবার দিন গিরিশবাবুর নিকট আমি মোহর দেখিয়াছি। তাহা হইলে গিরিশবাবু কি করিয়া মোহর চুরি করিলেন? আমি নিশ্চয় বলিতে পারি যে, গিরিশবাবুর পিতামহ এই মোহর দিয়া আঁতুড়ে তাঁহাকে দেখিয়াছিলেন। গিরিশবাবু কাহারও কোন বস্তু চুরি করিবার লোক নহেন। চুরি হইবার পূৰ্ব্ব দিন অর্থাৎ মঙ্গলবার দিন দ্বারবান যে গিরিশবাবুর পকেটে মোহর দেখিয়াছিল, সে কথা সকলে গোপন কুরিয়াছে। আমি গিয়া হাকিমকে একথা বলব। কােঙ্কু বিচার হইতেছে, সে স্থানে আমাকে লইয়া চল ।” (ာ် মাধব চক্ৰবৰ্ত্ত উত্তর করিলেন, — “বাপ বুেও কঁথা মুখে আনিও না। আমি নিশ্চয় জানি বটে যে, গিরিশ মােহর চুরি করে নাই। কিন্তুর্কি করিব বল, গোপীবাবুর কত হাতে-পায়ে ধরিলাম, তিনি আমার কথা শুনিলেন না। যা কপালে লিখিয়াছেন, তাহাই হইবে। তুমি এখন বালিকা নও, তোমাকে কি লইয়া যাইতে পারি? লোকের কাছে তাহা হইলে মুখ দেখাইতে পারিব না। তাহার পর গোপীবাবু আমাকে ছাড়াইয়া দিবেন। এ বৃদ্ধবয়সে সরলা ও সরলার মাতা বারবার তাঁহাকে অনুরোধ করিলেন। দুই জনে কাঁদিতে লাগিলেন। ব্ৰাহ্মণী বলিলেন যে,- “সরলা যদি একটা কথা বলিলে গিরিশ বিপদ হইতে উদ্ধার পায়, তাহা হইলে সে কাজ নিশ্চয় করিতে হইবে। ব্ৰাহ্মণের ছেলেকে অন্যায় করিয়া গোপীবাবু কয়েদ দিতেছেন। তাহাকে রক্ষা করিলে লোকে যদি আমাদের নিন্দা করে তো করুক। গোপীবাবু যদি তোমাকে ছাড়াইয়া দেন, এতই যদি তিনি নরাধম হন তো হউন, আমরা ভিক্ষা মাগিয়া খাইব ।” মাধব চক্ৰবৰ্ত্তী অগত্যা সরলাকে আদালতে লইয়া যাইতে সম্মত হইলেন।

  • G.j-Հյթ]] &)br6ሱ

sNAls viði (SS BS! ro www.amarboi.com ro