পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৫০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰায়শ্চিত্তস্বরূপ আমি নিজের প্রাণ বিসৰ্জন করিতে উদ্যত হইয়াছিলাম; কিন্তু এখন আমার বিশ্বাস এই যে, যিনি নানারূপ অঘটন ঘটাইয়া আমার প্রাণরক্ষা করিয়াছেন, যিনি আপনার ন্যায় মহানুভবের সহিত আমার মিলন করিয়াছেন, তিনিই আমাকে এ বিপদ হইতে রক্ষা করিবেন।” একাদশ অধ্যায়। মাশচটকের শুদ্ধাচার সাহেব বলিলেন, — “কাল রাত্রির গাড়ীতে যে সাহেব ও মোমগণ ছিলেন, তাঁহাদের মধ্যে তিন জন তোমাকে তিন হাজার টাকার চেক দিয়া গিয়াছেন। আর কয়েক জন মিলিয়া দুই হাজার টাকা দিয়াছেন। তোমার জন্য এই পাঁচ হাজার টাকা আমার নিকট জমা আছে। তাহা ব্যতীত রেল কোম্পানির তরফ হইতে আমিও তোমাকে এক হাজার টাকা দিব। সুতরাং এক্ষণে টাকার আর অভাব নাই। আমার কেবল এই ভয় যে, পাছে তোমার সাহেবেরা সিন্দুক খুলিয়া তোমার অপরাধ জানিতে পারিয়া থাকেন। অল্পক্ষণের নিমিত্ত তুমি একবার আপনার আফিসে যাইতে মুস্তফি উত্তর করিলেন,- “বােধ হয়, পারিব।”৫%। লিলেন,- “উত্তম কথা! আমি তুেমিষ্টক পাঁচ শত টাকা দিতেছি। পালকি করিয়া রক্ত বাহির হইয়া গিয়াছে। সেজন্য লের্মার মুখ বিবৰ্ণ হইয়া গিয়াছে। তাহা ব্যতীত তোমাকে একখানি চিঠি দিতেছি। সত্য সত্য তোমার শরীর সুস্থ নাই, এখন তাহাতে কেবল সেই কথা লিখিব। আফিসে গিয়া আফিসের টাকা পূর্ণ কর। কিন্তু সাহেবেরা যদি সিন্দুক খুলিয়া থাকেন, তোমার অপরাধ যদি তাঁহারা অবগত হইয়া থাকেন, তাহা হইলে সত্বর আমার নিকট সংবাদ দিবে। আমি নিজে গিয়া তোমাকে এ বিপদ হইতে উদ্ধার করিব। তার পর চাকরির জন্য তুমি ভাবিও না । সে আফিসে তোমাকে আর চাকরি করিতে হইবে না। অধিক বেতনে তোমাকে ভাল চাকরি দিব ।” বেহাৱাকে সাহেব পালনি আনিতে বলিলেন। সাহেব মুস্তাফিকে আপাততঃ পাঁচ শত টাকা দিলেন। তাহা লইয়া প্ৰফুল্ল মনে তিনি বাটী আসিলেন। বাড়ীতে গৃহিণী ও পুত্ৰগণ ঘোর উদ্বিগ্ন ছিলেন ও নানা স্থানে তাঁহার অনুসন্ধান করিতেছিলেন। তাঁহাকে দেখিয়া সকলেই আহাদিত হইলেন। মুস্তফি গৃহিণীকে বলিলেন,- “দুঃখ হইতে সুখ হয়; বিপদ হইতে সম্পদ হয়, কি হইতে যে কি হয়, তাহা বলিতে পারা যায় না। ঈশ্বরের লীলা কেহ বুঝিতে পারে না। এত দিন পরে বোধ হয়, আমাদের অদৃষ্ট ফিরিল। কা’ল এই সময়ে আমি অকুল পাথারে ডাসিতেছিলাম। আজ আমি ছয় হাজার টাকার মালিক। তাহার পর আরও কত কি হইবে, তাহা এখন জানি না।” বাড়ীর লোক সকলেই আনন্দিত হইলেন। তাহার পর সেই পালকি করিয়া মুস্তফি মহাশয়

  • CR află cios (gs se - www.amarboi conf**