পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৫৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাধামাধব উত্তর করিলেন, — “তাহা হইলে আপনার নিকট আমি চিরধাণী হইয়া থাকিব। পরকালের প্রতি আমার বিশ্বাস নাই। যদি ভূত দেখিতে পাই, তাহা হইলে পরকাল সম্বন্ধে আমার মনের সন্দেহ দূর হয়।” মাতুল বলিলেন,- “না, তুমি ছেলেমানুষ, তাই ওরূপ কথা বলিতেছ। কাজ নাই, শেষে একটা বিপদ ঘটিবে ।” রাধামাধব মাতুলকে জোর করিয়া ধরিলেন। তিনি বলিলেন যে,- “যদি যথার্থই আপনি আমাকে ভূত দেখাইতে পারেন, তাহা হইলে দেখাইতেই হইবে। আমি আপনাকে কিছুতেই ছাড়িব না। আপনার কোন ভয় নাই। আমার মন রীতিমাত্রও বিচলিত হইবে না।” মামা-ভাগিনেয়তে যখন এইরূপ কথাবাৰ্ত্ত হইতেছিল, তখন রাত্রি দশটা বাজিয়া গিয়াছিল। মাতুল যখন দেখিলেন যে, রাধামাধব তাঁহাকে কিছুতেই ছাড়িলেন না, তখন তিনি বলিলেন,- “তবে আমার সঙ্গে এস।” দ্বিতীয় অধ্যায়। হাতকাটা চীনূেড়ান

ಜ್ಜೈ য়া তালা খুলিলেন। ঘরের ভিতর প্রবেশ করিয়া রাধামাধব দেখিলেন যে, গাঁয়ে দুইদিকে কাঠের আলমারী আছে। সেই আলমারীতে দুই স্তর কাঠের সেলফ। অষ্ট্ৰছ, আর তাহার উপর অনেকগুলি ছােট-বড় শিশি রহিয়াছে। কোন শিশিতে মানুষের র্দষ্ট কোনটিতে চক্ষু, কোনটিতে পাথুরী, কোনটিতে অস্থি, মনুষ্যদেহের নানারূপ অঙ্গপ্রত্যঙ্গ রহিয়াছে।

মাতুল বলিলেন,- “এ আমার বাই। আমি নিজ হাতে যত কিছু কাটিয়াছি-কুটিয়াছি, তাহা আমি স্পিরিটে রাখিয়া দিয়াছি। ইহা অপেক্ষা আরও অনেক অঙ্গপ্রত্যঙ্গ ছিল। আমার বাড়ীতে একবার আগুন লাগিয়া তাহার অধিকাংশ নষ্ট হইয়া গিয়াছে।” ঘরের পার্শ্বে একখানি কোচ ছিল। মাতুল বলিলেন,- “এই কোচের উপর তোমায় আমি বিছানা করিয়া দিতেছি। এই ঘরে একেলা শুইতে পারিবে? আমি একটি ল্যাম্প আনিয়া দিতেছি। ল্যাম্প জুলিতে থাকুক, অন্ধকারে থাকিয়া কাজ নাই।” রাধামাধব উত্তর করিলেন, — “স্বচ্ছন্দে আমি এই ঘরে একেলা শুইয়া থাকিব। অন্ধকার করিলেও আমার ভয় হইবে না।” মাতুল বলিলেন,- “বেশ কথা! তুমি কিছু দেখিবে কি না দেখিবে, সেকথা এখন তোমাকে বলিব না। এখন বলিলে পূৰ্ব্ব হইতে তোমার মনে একটা সংস্কার জন্মিয়া যাইবে।” মাতুল নিজ হাতে কোচের উপর বিছানা করিয়া দিলেন। ঘরের পার্শ্বে ছোট একটি টেবুল ছিল। সেই টেবলের উপর ল্যাম্প রাখিয়া তিনি বলিলেন, — “রাধামাধব! এখন আমি চলিলাম। পাশের ঘরেই আমি শয়ন করি। রাত্রিতে আমার নিদ্রা হয় না। আবশ্যক হইলে তুমি আমাকে ডাকিবে, আমি তৎক্ষণাৎ আসিয়া উপস্থিত হইব।” ay $ig ?!! sNAls viði (SS BS! ro www.amarboi.com ro 6አbrÓ