পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৬১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিকট আসিয়াছিলাম। আমাকে গালি দিয়া ইহারা তাড়াইয়া দিয়াছিল! বুড়ো হাড় মহাশয়ের ছেলে বৃন্দাবন দাদা বলে, টাকার ভাগ লইবি, তাই ঠাকুরদাদা ঠাকুরদাদা! কবে আমি তোমার কাছে টাকা চাহিয়াছি ঠাকুরদাদা! তুমি একটি করিয়া পয়সা দিতে, তাহাই আমি লাইতাম । টাকা তো তুমি আমাকে দাও নাই।” তৃতীয় অধ্যায় বিনয় রায় মহাশয় বিনয়ের হাতটি ধরিয়া কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন। তাহার পর তিনি জিজ্ঞাসা করিলেন,- “ইহারা আর কি বলে?” বালক উত্তর করিল,— “ডাক্তার বলিয়াছে, তুমি বঁচিবে না; সেজন্য ইহাদের বড় আমোদ হইয়াছে, ঠাকুরদাদা! উইল কাহাকে বলে?” রায় মহাশয় বলিলেন,- “কেন, সে কথায় তোমার কাজ কি?” বিনয় উত্তর করিল,- “সেদিন হাড় মহাশয় ও হড়ংক্সিমাতে কথা হইতেছিল। তােমার যত টাকাকড়ি আছে, তুমি নাকি উইল করিয়া সূৰ্ব্বঙ্গেইদিগকে দিয়াছ? তাই হাড় মহাশয় বলিতেছিলেন যে, তুমি মরিয়া গেলে এই টাকুর্দিয়া তিনি জমি কিনিবেন। হাড়-ঝিমা বলিলেন, বৃন্দাবুৰ্দ্ধন্দাবলিলেন, তিনি একটা ঘোড়া কিিনবেন।” কৃষ্টিলেন,- “হড়-বীে কি বলিল?” বালক উত্তর করিল,- “হডু দিদি কিছুই বলেন নাই। তিনি চুপ করিয়াছিলেন। রায় মহাশয় জিজ্ঞাসা করিলেন,- “ডাক্তারে কি বলিয়াছে?” বিনয় উত্তর করিল,- “দুই বেলা ডাক্তার যখন তোমাকে দেখিয়া যান, তখন হাড় মহাশয় জিজ্ঞাসা করেন, মহাশয়! এবেলা কেমন দেখিলেন? কি রকম বোধ হয়? ডাক্তার বলেন, — আর বড় জোর দুই দিন। তখন ইহারা খুব আহাদিত হন। দুই দিন পরে তোমার কিছু হয় নাই বলিয়া সকলে বড় দুঃখিত হইয়াছিলেন। বৃন্দাবন দাদা বলিলেন, বুড়ো কি কাঠপরাণী! মরিতে চায় না। কিন্তু ঠাকুরদাদা! তোমার যদি কিছু হয়, তাহা হইলে আমি কোথায় যাইব? মা বলিয়াছেন যে, মামার বাড়ীতে থাকিলে আমার লেখাপড়া হইবে না।” রায় মহাশয় চুপ করিয়া ভাবিতে লাগিলেন,— “বটে, ইহারা আমার মৃত্যু কামনা করিতেছে? ভাল। কিন্তু আমিও প্রতিজ্ঞা করিলাম, এ যাত্ৰা আমি কিছুতেই মরিব না।” এইরূপে চিন্তা করিয়া বিনয়কে তিনি বলিলেন,- “বিনয়! আমি মরিব না। তোমার ভয় নাই। আজ রাত্রিতে তুমি একটি কাজ করিতে পরিবে? যদি তোমার ভয় না করে, তাহা হইলে আমি বলি।” বিনয় জিজ্ঞাসা করিল,- “কি কাজ, ঠাকুরদাদা? তোমাকে সকলে রাগী বলে, ভয়ে তোমার কাছে কেহ আসে না। কিন্তু আমি,- ঠাকুরদাদা, তোমাকে খুব ভালবাসি। তুমি যে কাজ বলিবে, সেই কাজ আমি করিব।” So দুনিয়ার পাঠক এক হও! ৩ www.amarboi.comন্মিলাক্যনাথ রচনাসংগ্ৰহ