পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৭৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিনয় ও তাঁহার সঙ্গিগণ প্ৰথম শিবমন্দিরের দিকে গমন করিলেন। নীেকা হইতে নামিয়া তাহারা শিবমন্দির ও তাহার চতুষ্পার্শ্বস্থ ভূমি পুনরায় অতি সাবধানে অনুসন্ধান করিলেন। সুবালাকে তাহারা সে স্থানে দেখিতে পাইলেন না। স্রোতে নীেকা অনেক দূর ভাসিয়া গেল। তাহারা দক্ষিণ দিকে আর একটি কাদা বা নালা দেখিতে পাইলেন। ইহাতেও এক্ষণে প্ৰবল স্রোত প্ৰবাহিত হইতেছিল। নদী পরিত্যাগ করিয়া বিনয়ের নীেকা নালার ভিতর প্রবেশ করিল। রায়মহাশয়ের গ্রামের পূর্বদিকে নিম্নভূমির এক বিস্তৃত মােঠ আছে। নালা দিয়া বিনয়ের নীেকা এই মাঠে আসিয়া উপস্থিত হইল। মাঠ এক্ষণে গভীর জলে প্লাবিত হইয়াছে। নদী হইতে স্রোত বাহির হইয়া ইহার ভিতর দিয়া প্ৰবল বেগে চলিতেছে। সমুদয় মাঠ এক্ষণে বৃহৎ একটা বিল বা জলার ন্যায় হইয়াছে। জলপ্লাবিত প্ৰান্তর বিনয় এইরূপ মানস করিলেন। জেলার ভিতর কিছুদূর অগ্রসর হইয়াছেন, এমন সময় বামদিকে, অনেকটা দূরে সহসা অগ্নি জুলিয়া উঠিল। সেই আগুনের আলোকে অনেকদূর পর্য্যন্ত আলোকিত হইল। সেই সঙ্গে খাদা ভূতের ভয়াবহ হুহুঙ্কার শব্দ সকলের কর্ণকুহরে প্রবেশ করিল। যে স্থানে সহসা অগ্নি প্ৰজ্বলিত হইল, সেই স্থান হইতে ভূতের হুহুঙ্কার শব্দ উখিত श्न ।।” এদিকে বড়ালমহাশয়ের নীেকা প্ৰথম গ্রামের দক্ষিণ গমন করিল। সে মাঠও এক্ষণে * : မြို့ ̈L်းပြီး" မျိုး ဖြို “ရှို့ရွီး তাহার নীেকা পূৰ্ব্বদিকে আসিয়া উপস্থিত হইল। জলমগ্ন প্রান্তরের উত্তর স্ট্র য় বিনয়ের নৌকা ও দক্ষিণ সীমায় বড়ালমহাশয়ের নীেকা প্রায় এককালে তুঙ্গুঠিয়া উপস্থিত হইল। বড়ালমহাশয়ের নীেকা উত্তরদিগভিমুখে কিছুদূর অগ্রসর টুইটািমন সময় সেই অগ্নি জুলিয়া উঠিল। অল্পক্ষিণ পরেই খাদা ভূতের ভয়ানক হুহুঙ্কার গুপ্ত উজ্জলপ্লাবিত প্রান্তরে প্রতিধ্বনিত হইল। হু হু, হু হু, হু হু হু । দূরে চারিদিকে উচ্চভূমিসমূহে শৃগালগণ ডাকিয়া উঠিল—হাক্কা হুয়া, হ্যাক্কা হুয়া, হ্যাক্কা হুয়া হু। বৃক্ষসকল হইতে পক্ষিগণ উড়িয়া কলরব করিতে লাগিল। দূরে গ্রামের কুকুরগণ উৰ্দ্ধমুখ হইয়া ক্ৰন্দন করিতে লাগিল। রাত্রিকালে চারিদিকে ভয়ানক কোলাহল পড়িয়া গেল। জনশূন্য জলমগ্ন প্রান্তর মাঝে সহসা দাউ দাউ করিয়া আগুন জুলিয়া উঠিল, তাহার পরীক্ষণেই খাদা ভূতের হুহুঙ্কার রবে চারিদিক্‌ প্ৰতিধ্বনিত হইল। এরূপ অবস্থায় কাহার হৃদয় না। আতঙ্কে কম্পিত হয়? জেলার একপ্রান্তে বিনয়ের নীেকা ও অপর প্রান্তে বড়ালমহাশয়ের নীেকায় যে সমুদয় গ্রামবাসী ছিল, তাহারা ঘোর ভয়ে ভীত হইল ও নীেকা ফিরাইয়া পলায়ন করিতে চেষ্টা করিল। একদিকে বিনয় ও অপর দিকে বড়ালমহাশয় তাহাদিগকে বুঝাইতে লাগিল যে, খাদা ভূত প্রকৃত ভূত নহে, সে জীবিত মানুষ। পূৰ্ব্বে গ্রামে যে কালা বাবা ছিল, এ সেই লোক । বিনয়ের প্রবোধবাক্যে সে নীেকার লোকেরা কথঞ্চিৎ সুস্থির হইল । বড়ালমহাশয়ের সঙ্গিগণও সুস্থির হইত। কিন্তু এই সময় গুরুঠাকুরের ভয় দেখিয়া তাহারা হতবুদ্ধি হইয়া পড়িল । গুরুঠাকুরের সর্বশরীর থর থর কঁাপিতে লাগিল। ভয়ে দাঁতে দাঁতে ঘৰ্ষিত হইয়া কিডুমিড় শব্দ হইতে লাগিল। জ্ঞানহীন বাতুলের ন্যায় তিনি নানারূপ বিলাপ করিতে লাগিলেন ও নীেকা পাপের পরিণাম। sNAls viði (SS BS! ro www.amarboi.com ro AVS