পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/৮৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় পরিচ্ছেদ চঞ্চলার গাই গরু দুর্লভী ভাল হইলে চঞ্চলা আপনার গ্রামে চলিয়া গেল। কিন্তু চঞ্চলার সহিত সদ্ভাব করিতে আমার বাসনা হইয়াছিল। তাঁহাদের গ্রাম অনেক দূরী। সৰ্ব্বদা আমি যাইতে পারিতাম না। কেবল মাঝে মাঝে যাইতাম। সেই গ্রামের পাশ দিয়া বড় রাস্তা গিয়াছে। তাহার উপর দিয়া গরুর গাড়ী সৰ্ব্বদা যায়। দুই-চারিটা পয়সা দিয়া তাহার উপর বসিয়া কখন কখন কতক দূর যাইতাম। ফিরতি ঘোড়ার গাড়ীতেও দুই একবার গিয়াছিলাম। এ পথে দুই তিনবার মোটর গাড়ী দেখিয়াছিলাম। স্বদেশী কোম্পানী স্থাপনের সময় বড়লোকদিগের সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত শঙ্কর ঘোষ মোটর গাড়ী ভাড়া করিয়াছিলেন। সেই সময় আমি মোটর গাড়ী চড়িয়াছিলাম। কিন্তু অতি বেগে গমন করে। আমার ভয় হইয়াছিল। মোটর গাড়ী টানিবার কোনরূপ বিলাতী জন্তু-জানোয়ার থাকে কি না, তাহা আমি জানি না। মাঝে মাঝে চাঞ্চলাদের গ্রামে গিয়া তাহদের দাওয়াতে আমি বসিতাম। চঞ্চলার মা নাই, কেবল বাপ আছে। তাহার নাম সহদেব বাগদী । সহদেব মজুরি করে। চঞ্চলার একটি গাই গরু আছে। তাহার দুধ সে বিক্রয় করে। চঞ্চলার দাওয়াতে বসিয়া আমি গল্প-গাছা করিতাম। কখন কখন দুই-একটা রসের কথাও বলিতাম। তখন হাসিয়া সে লুটিপুট হইত। পাড়ার র। সে ডাকিয়া আনিত । আমার দিকে চক্ষু ঠারিয়া সকলে হাসিয়া লুটিপুট হইত৫% দেখিলে লোকের আনন্দ হয়। মুণীদের লুকাই নাই। আমার রূপ দেখৃিষ্টাৰ্ছদের মন ভুলিয়া যায়। মাপীগুলাে আমার গায়ে যেন ঢলিয়া পড়ে। চঞ্চলাকে দশ পয়সা দিয়া এ কিনিয়া দিয়াছিলাম। গামছা পাইয়া তাহার আহাদ হইয়াছে। আমি মনে 2 – দুর্লভী একবার এই কথা শুনিলে হয়। তাহা হইলে সে আর মুখ হাঁড়ী করিয়া থাকিবে না। লম্বোদর। এইবার ভাই সেই ঘোর দুর্ঘটনা ঘটিয়াছিল। এইবার সেই গ্রামে আমাকে প্ৰায় একমাস কয়েদ থাকিতে হইয়াছিল। লম্বোদর জিজ্ঞাসা করিলেন,- “সে কবে?” ডমরুধর উত্তর করিলেন,- “আজ পঞ্চমী, ইহার তিনটা পঞ্চমী আগে, প্রায় দুই মাসের কথা।” লম্বোেদর বলিলেন,- “সে কি করিয়া হইবে। তুমি বলিতেছ। যে দুই মাস পূৰ্ব্বে দুর্ঘটনা ঘটিয়াছিল। তাহার পর এক মাস তুমি সেই গ্রামে কয়েদ হইয়াছিলে। কিন্তু গত ছয়মাস ধরিয়া তুমি গ্ৰাম হইতে কোন স্থানে গমন কর নাই। এই ছয়মাস প্রতিদিন তোমাকে আমরা দেখিয়াছি।” ডমরুধর উত্তর করিলেন,- “সকলই জগদম্বার মায়া! তাহার মায়াতে তোমরা আচ্ছন্ন হইয়াছিলো।” লম্বোদর জিজ্ঞাসা করিলেন, — “দুর্ঘটনাটা কি?” ডমরুধর উত্তর করিলেন,- “তাহা বলিতেছি শুনা।” 泳 泳 § brQの fi:Ilă zi, o ga se - www.amarboi conf**