পাতা:দিল্লীশ্বরী.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ দিল্লীশ্বরী S 8 তুলিবার সাধনায় নিযুক্ত ছিলেন । তাহার সেই প্রাণীপেক্ষা প্রিয়তর রাজ্য র্তাহাকে যেন বাহু বিস্তার করিয়া আকুলকণ্ঠে আহবান করিতেছে—“এস, এস, ফিরে এস।” তিনি ইচ্ছা করিলেই সেই রাজ্যের দুঃখদুর্গতি দূর করিয়া দিয়া সিংহাসনে স্থির হইয়া বসিতে পারেন। রঞ্জিয়ৎ অস্তুনিয়ার প্রস্তাবে সম্মতি দিলেন। তার পর যথাসময়ে অস্তুনিয়াকে পরিণয়পাশে আবদ্ধ করিয়া নারীত্বের মর্য্যাদা রক্ষা করিলেন । অলতুনিয়াও কৃতার্থ হইয়া গেলেন। বিবাহের পর উপযুক্ত বাহিনী সাজাইবার আয়োজন চলিতে লাগিল । খোকয় ৪ জাঠগণের মধ্য হইতে বহু সেনা সংগৃহীত হইল। নিকটবর্তী জাগীরের কয়েক জন আমীরও আসিয়া ভঁাতাদের সস্থিত যোগদান করিলেন । অভিযানকালে বিপক্ষীয় সেনাদলের মালিক ইজ -উদ্দীন মুহম্মদ সালারী, এবং মালিক করাকুশ বিদ্রোষ্ট্ৰী হইয়া তাহদের সঙ্গিত মিলিত হইলেন। মহাসমারোহে রঞ্জি ই স্বামীর সঙ্গে পাশাপাশি সমরাঙ্গণে অবতরণের জন্ত প্রস্তুত ইষ্ট ল । যে বিপুল আনন্দময় ভারত-সাম্রাজ্যের শাসন ও সংরক্ষণই র্তাঙ্কার জীবনের শ্রেষ্ঠ ব্রতরূপে পরিগণিত ছিল, আজ তাহ দৈবছুৰ্বিপাকে হস্তচু্যত ইয়া দুৰ্ব্বক্তগণের স্বেচ্ছাগবের লালাস্থলী হইয়াছে, তাতার উদ্ধারসাধনের জন্য রজিয়তের যত্ন ও চেষ্টার কোন ক্রটিই চইল না । কিন্তু দিল্লীর বহির্ভাগে নব সম্রাট বছরম্ শাহ রসহিত র্তাহাদের যে সঙ্ঘর্ষ হইল, তাহাতে তাঙ্গর সম্পূর্ণরূপে পরাজিত হইয়।