পাতা:দিল্লীশ্বরী.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

岑 प्रिंझौश्रद्रौ سراب করিয়া, কাপুরুষের মত ঘরের কোণে আশ্রয় লইয়াছ! বাচিয় থাকিতে তোমাদের লজ্জা হয় না ? যদি লোকসমাজে মুখ দেখাইতে চাও—অপশধের দি প্রায়শ্চিত্ত করিবার ইচ্ছা থাকে, তাহা হইলে আর সময় নষ্ট করিও না, প্রতীকারের জন্ত সচেষ্ট হও; অপিচস্তে সমরাঙ্গণে অবতরণ কর।’ মূৰ্বজহানের কথায় সকলেই যে শুধু লজ্জিত হইলেন, তাহ নছে, তালরা বিদ্রোহী মহাবৎকে সমুচিত শাস্তি দিশর জন্ত কৃতসঙ্কল্প হইলেন। স্থির হইল, পর-দিন পার্থীর ডাকের সঙ্গে সঙ্গেই রণক্ষেত্রে অবতরণ করা হইবে । বাদশাহ জহাঙ্গীর গোপনে এই সংবাদ শুনি নূরজান্‌ ও আসক্ষ, থাকে তাছাদের সঙ্কল্প হইতে বিরত করিবার জন্য অবিলম্বে স্বীয় নামাঙ্কিত অন্ধুরী তাছাদের নিকট পাঠাইলেন ; আর জানাইলেন যে, তিনি এখন শক্রহস্তে ; এ অবস্থায় যদি তাহার উদ্ধারের চেষ্টা করা হয়, তাহ হইলে তাছার জীবন-য় পুয়ের যথেষ্ট সম্ভাবনা । আসফ খাঁর সন্দেহ হইল—মহাবৎ হয়ত সম্রাটুকে বাধ্য করাইয়া এরূপ প্রস্তাব করিয়া পাঠাইয়াছেন। সুতরাং তাহাঁতে কৰ্ণপাত না করিয়া তিনি সম্রাটুকে উদ্ধার করাই যুক্তিযুক্ত মনে করিলেন । স্বাগিতপ্ৰাণ নুবুজহান্‌ নিশ্চিন্ত থাকিবার লোক নহেন ; পর-দিন স্বামীকে উদ্ধার করিবার দুয়ং যুদ্ধে যোগদান করিবেন ष्ट्रिद्र श्झेल । le