পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অসেচনক শ্ৰীযুক্ত বাবু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বি, এ, একাত্মবরেষু। সোদরসদৃশ বঙ্কিম! তুমি আমাকে ভাল বাস বলেই হউক, অথবা তোমার সকলি ভাল দেখা স্বভাবসিদ্ধ বলেই হউক, তুমি শিশুকালাবধি আমার রচনায় আমোদিত হও । আমার “নবীন তপস্বিনী” প্রকৃত তপস্বিনী—বসন ভূষণ বিহীন—সুতরাং জনসমাজে যদি “নবীন তপস্বিনীর” সমাদর হয় তাহ সাহিত্যানুরাগী মহোদয়গণের সহৃদয়তার গুণেই হইবে । কিন্তু “নবীন তপস্বিনী” স্বরূপ হউন আর কুরূপ। ইউন তোমার কাছে অনাদরের সম্ভাবনা নাই ; অতএব, প্রিয়দর্শন ! সরলা অবলাটি তোমার হাতে দিয়া নিশ্চিন্ত রহিলাম। ইতি । অভিন্নহৃদয় बैंझौनक्कू भिञ्ज