পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S૨ দীনবন্ধু-গ্রন্থাবলী মাচ মরেচে বেড়াল কঁাদে শাস্ত কল্যে বকে । ব্যাঙ্গের শোকে সাতার পানি হেরি সাপের চকে ॥ মাল। রাজা ভাই কেমন এক রকম মানুষ ; বড় রাণীকে মনে মনে ভাল বাসতেন, কিন্তু ছোট রাণী ওঠ বল্যে উঠতেন, বস বল্যে বসতেন, ছোট রাণীর মুখ ভারি দেখলে কেঁপে মত্তেন। মল্লি । ছোট রাণী নাকি রাজারে কি খাইয়েছিল ? মাল। তুই ভাই ও কথা তুলিস্ নে, কে কোথা হতে শুনবে গোরিবেব প্রাণ নিয়ে টানাটানি হবে। মল্লি । উঃ মগের মুলুক আর কি ? প্রাণ আর টানতে হয় না । মাল। ও কথা যাক, মেয়ে স্থির হয়েচে ? মল্লি । রাজার আবার মেয়ের ভাবনা কি, পথ থাকলে তোমার আমার ইচ্ছে হয় । মাল। পোড়ার মুখ আর কি—তুই যেমন মেয়ে। মল্লি । তা কি ভাই, কপালের কথা বলা যায়, তুই যদি রাজার নজোরে পড়িস, এই তো দেখতে দেখতে মন্ত্রীর নজোরে পড়েচিস । মাল। পোড়া কপাল আর কি, আর শুনিচিস জগদম্বা আবার আমার সঙ্গে ঝকড়া করে, বলে আমি নাকি তার ভাতারকে মন্ত্রণা দিচ্চি । মল্লি । আহ, তার ভাতারের যে রূপ, পাড়ার মেয়ের কাজেই পাগল হয়। পেট এমনি বেড়েচে, নাই চুলকোবার যো নেই, হাত তত দূর যায় না ; বর্ণটি তো তেলকালি, তাতে আবার এক একখানি দাদ হয়েচে, চেহারার চটক দেখে কে ? ঠোট খানি যেমন কাল তেমনি মোটা, কসের কাছটি শাদ, আর অল্প অল্প লাল । চক্ষু দুটি যেমন ছোট তেমনি খোল্লো, তাতে আবার আড়নয়নে চাওয়া হয়। তুমি যদি ভাই রাগ