পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীন তপস্বিনী रैश्रे করেচেন—আহা ! এমন ছেলে যাকে মা বলে, তার সার্থক জীবন, তার প্রাণ প্রফুল্ল হয়, তোমার মা কি আছেন ? বিজ । মা গো, আমার জননী তপস্বিনী, তিনি দিবানিশি জগদীশ্বরের ধ্যান করেন, আমি যখন মা বলে তার পর্ণকুটীরে প্রবেশ করি, তিনি অমনি আমাকে কোলে লয়ে মুখ চুম্বন করেন, আর কারে সঙ্গে কথা কন না । তার একটি সহচরী আছে, সেই সৰ্ব্বদা কাছে থাকে। স্বর । আহা বাছা, তুমি যাকে ম বলে ডাক, তার কিছুরি অভাব নাই, তোমার জননী, কুঁড়েঘরে তোমায় কোলে করে, গণেশজননী হয়ে বসে থাকেন। মাল । তোমার বয়স কত হবে ? বিজ । আমার বয়সের কথা মাকে জিজ্ঞাসা কল্লে তিনি আমার মুখ চুম্বন করে রোদন কত্তে থাকেন, কোন প্রত্যুত্তর দেন না, আমি তাকে ও কথা অার জিজ্ঞাসা করি নে, বোধ করি, সতের বৎসর হবে । মল্লি । তোমার নাম কি ? বিজ । অামার নাম বিজয় । মল্লি । তুমি এমন করে বেড়াও কেন, রাজার বাড়ী কোন কৰ্ম্ম নিয়ে এইখানে বাস কর, তোমার মাকে প্রতিপালন কর । বিজ। মা গো, আমি জননীর অমতে কোন কৰ্ম্ম কত্তে পারি নে, জননী যদি মত দিতেন, তবে এত দিন আমি সুবর্ণনগরের রাজমন্ত্রী হতে পাত্তেম, সেখানকার রাজা এই অভিপ্রায় ব্যক্ত করেছিলেন এবং তার কন্যা দানও কত্তে চেয়েছিলেন । জননী এ কথা শুনে সুখী হওয়া দূরে থাক, রোদন কত্তে লাগলেন, তদবধি বিষয় আশায় জলাঞ্জলি দিয়েচি, এক্ষণে কেবল তদ্‌গতচিত্তে পূৰ্ণব্রহ্মের আরাধনা কচ্চি, আর জননীর সেবায় রত আাছি ।