পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনবন্ধু-গ্রন্থাবলী উদিলে ইঞ্জের ধন্থ-বিবিধ বরণ, নয়ন রঞ্জন-কে না চায় তার দিকে ?— হেরিলে এ সব শোভা প্রকৃতির ঘরে আনপিাত হয় মন বিধির বিধানে । এরূপ আনন্দ জন্ত আমি কি আবার হেরিতে বাসনা করি সে বিধুবদন ? আহা মরি কার সনে কিসের তুলনা ! শশধর সনে দীপ, সিন্ধু সনে কুপ । যে সুখে হয়েছি সুখী হেরে কামিনীরে, পবিত্র সে মুখরাশি, নবীন, নিৰ্ম্মল । অাদরে গোলাপে ধরে—পয়মস্ত ফুল— কামিনী কোমল করে চাহিলাম দিতে, সলাজে সরলা বালা তুলিয়ে বদল— আদা মুকুলিত আঁখি লাজে—হেরিলেন তাপসের মুখ, হলো সরমে কম্পিত কামিনীর অধর সুধাধার, সমীরণে কাপে যথা গোলাপের দাম মনোরম ৷ সে সময় আহ! মরি কি শোভা ধরিল অরবিন্দবদনীর মুখ অরবিন্দ ! নবভাবে মত্ত মন উন্মত্ত হইল— অবনীর আধিপত্য—অপর সম্পত্তি রয়েছে বিলীল যাতে—হীন বোধ হলো সে শোভার কাছে । অবহেলা করিলাম অমরাবতীর মুখ মনের আনন্দে । স্বৰ্গ, মর্ত্য, রসাতল, রবি, শশধর, দেবতা, গন্ধৰ্ব্ব, যক্ষ, রক্ষ, নাগকুল, দেখিলাম দিব্য চক্ষে, অধর কম্পনে কামিনীর, দীপ্তিমান, মনের হরিষে । সরলা সুশীলা বালা হেরিল গোলাপ, লেবো নেবে। মনে কিন্তু নিতে নাহি পারে,