পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীন তপস্বিনী (tఫి গোলাপ ফুল গ্রহণ ) তোমায় কে চয়ন করেচে ? তোমায় কে হাতে করে আমায় দিতে এসেছিল ? তুমি তার করকমল স্পর্শ করেচ । আহা ! তুমি যখন সেই পদ্মহস্তে অবস্থান করিতেছিলে, আমি দেখলেম, গোলাপে গোলাপ বিরাজ কচ্চে । গোলাপ, তুমি মলিন হচ্চো কেন ? তুমিও কি সেই তেজঃপুঞ্জ তাপসকে দেখিবার জন্য ব্যাকুল হয়েচ ? তোমার প্রাণও কি তিনি অপহরণ করে গিয়েচেন ? তোমার মনও কি কাননে কাননে তার অন্বেষণ করে বেড়াচে ? তোমার চিত্তও কি সেই দুঃখিনী তপস্বিনীকে মা বলে ডাকতে ব্যগ্র হয়েচে ? নতুবা তুমি সেই দেবাত্মাকে দর্শনাবধি এই অভাগিনীর ন্যায় শুষ্ক হচ্চো কেন ? গোলাপ ! তোমার আশা নীতিবিরুদ্ধ নয়, ফুলের দ্বারাই দেবারাধনা হয়, আমার আশা, বিপৰ্য্যয় । বিজ । ( স্বগত ) অামি কি স্বপ্ন দর্শন করিতেছি, না কামিনীর অমৃত বচনে অন্তঃকরণ পরিতৃপ্ত করিতেছি । কামিনীর চিত্ত কি সরল, কামিনীর স্বভাব কি উদার, কামিনীর প্রণয় কি পবিত্র,—কোথায় রাজরাণী, কোথায় তপস্বিনী ; কোথায় স্বর্ণ সিংহাসনে উপবেশন, কোথায় পর্ণকুটীরে বাস ; কোথায় সম্লান্ত মহিলামণ্ডলীর উপর আধিপত্য, কোথায় দুঃখিনী তপস্বিনীর সেবিকা! মন ! স্থির হও, বীণাপাণি আবার বীণায় হস্ত দান করেচেন । কামি । গোলাপ,—তুমি আমার মনোরঞ্জন, তোমায় দেখিলে আমি চরিতার্থ হই, তোমায় দিয়ে আমি মানসমন্দিরে নবীন জটাধারীর পূজা করি, তিনি প্রসন্ন হয়ে অধীনীকে দেখা দেবেন। ( চক্ষু মুদ্রিত করিয়া ফুলপ্রদান ) কই গোলাপ ! দেবতা প্রসন্ন হলেন না, আর কোন ফুল দিয়ে তার অর্চনা করি । কে তোষে কুসুম কুলে তপস্বীর মন ?