পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

والوئ দীনবন্ধু-গ্রন্থাবলী রতি । (দীর্ঘ নিশ্বাস) শনিবারের আর চারি দিন আছে। মাল। কেন নাথ, তোমায় এমন দেক্‌চি কেন, তুমি মল্লিকের কথায় উত্তর দিলে না, তোমার বিরস বদন হয়েচে, আমি কি কোন অপরাধ করিচি ? রতি । মালতি, তুমি সহস্র অপরাধ করিলেও আমার বিরস বদন হয় না--যাতে আমি নিরানন্দ হইচি, তা এতেই প্রক পড়ি শি হবে । ( পত্র দান ) মাল । এ যে রাজার মোহর, রাজার স্বাক্ষর । মল্লি । দেখি, দেখি, ( পত্র-গ্রহণ ) রস ভাই, আমি —( পত্র পাঠ ) সুপ্রতিষ্ঠিত শ্রীরতিকান্ত সদাগর কুশলালয়েযু যে হেতু অপ্রকাশ নাই যে, মহারাজ রমণীমোহন রাজকাৰ্য্য পরিহার পুরঃসর সতত নির্জনে ক্ষিপ্তের ন্যায় রোদন করেন, রাজকবিরাজ দক্ষিণরায় ব্যবস্থা দান করিয়াছেন, আরবদেশোদ্ভব “হেঁদোল কুতকুতে”র বাচ্চার তৈল সেবন করিলে, মহারাজের রোগের প্রতীকার হইতে পারে, অপ্রকাশ নাই যে, আরব দেশ ভিন্ন অন্য স্থানে হেঁদোল কুতকুতের বাচ্চা পাওয়া যায় না । অতএব তোমাকে লেখা যায়, এই অনুমতি পত্র প্রাপ্তি মাত্র তুমি আরব দেশে গমন করিবে, আর যত দিন হেঁাদোল কুতকুতের বাচ্চ না প্রাপ্ত হও, তত দিন রাজ্যে প্রত্যাগমন করিবে না । আগামী শনিবারের সূর্য্যাস্তের পর তোমাকে এ নগরে যদি কেহ দেখিতে পায়, তোমাকে রাজবিদ্রোহী বলিয়া গণ্য করা যাইবে ইতি । যদি এ স্বাক্ষর মহারাজের হয়, তবে তিনি যথার্থ ই ক্ষিপ্ত হয়েচেন ।