পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীন তপস্বিনী *S কেন বিয়ে দিয়ে ঘরে রাখ না, তুমি তা করবে না। তা কল্যে যে আমি মুখী হব । বিদ্যা । আচ্ছা, আচ্ছা,—একটা কথা বলছিলাম কি, রাজা অতিশয় ব্যগ্র হয়েচেন । স্বর। বড় রাণীকে বিয়ে করবের সময়ও ওমনি ব্যগ্র হয়েছিলেন—তুমি আর ও কথা কেন তোলে, দুটো ছুটে মেয়ে যে বরে খেয়েচে, মাওড়া মেয়ে নইলে, সে বরের বিয়ে হয় না । বিদ্যা । আমাকে লোকে দেখলেই বলে, বিদ্যাভূষণের সার্থক জীবন, রাজশ্বশুর হলেন । স্বর । তুমি রাজবাড়ী যাচ্চে যাও, আমায় যদি আমন করে জ্বালাও, আমি এই দণ্ডে মেয়ে নিয়ে বাপের বাড়ী যাবে, তারা আমাদের ছজনকে খেতে দিতে পারবে, পেটে স্থান দিয়েচে, হাড়িতেও স্থান দিতে পারবে । বিদ্যা । আমি চল্যেম—তবে মন্ত্রীকে বলি গে, ব্রাহ্মণীর মত হয় না, অন্য কোন মেয়ে এনে রাজমহিষী করে, মেয়ের অভাব কি, কত কত দেবকহ্যা উপস্থিত আছে । স্থর । তুমি আমায় যেমন ত্যক্ত কচ্চে, তুমি দেখবে, তোমায় জিজ্ঞাসা করবো না, বাদ করবে না, আমি সেই তপস্বীর সঙ্গে কামিনীর বিয়ে দেবো । বিদ্যা । না, ন, সহসা সেটা করো না, সে তপস্বী নয়, তাকে আমি দেখিচি, সে হাঘরেদের ছেলে—আমি আর কিছু বলবো না ; আমি চল্যেম। [ বিদ্যাভূষণের প্রস্থান । মুর। লজ্জাবনতমুখী কামিনী আমায় স্পষ্ট কিছু বল্যেন ন, কিন্তু আমি বাছার অন্তঃকরণের ভাব জানতে পেরিচি ; জগদীশ্বর ! কামিনী আমার হৃদয়াকাশের একমাত্র শশধর,