পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫి 8 দীনবন্ধু-গ্ৰস্থাবলী নেকাল যাও বলে তাড়ায়ে দেয়, তেমনি মহারাজের শ্রবণদ্বারে কোপ-কোতোয়াল দাড়য়ে আছেন, প্রশংসা চেলি পরাণে কথা শ্রবণদ্বরে অবাধে প্রবেশ করে, নিন্দ ন্যাকড়ায় ঢাকা কথা কোপ-কোতোয়ালের নাম শুনে এগোয় না, যদি একটি আধটি চৌকাটে পা দেয়, কোপ-কোতোয়াল তখনি তাকে জরাসন্ধ বধ করেন । মহারাজ ! আপনাকে লোকে অতিশয় নিন্দে করে—জনরব এই আপনি জননীর আর ছোট রাণীর অনুরোধে গর্ভিণী হরিণী বধ করে অন্দরের ভিতরে পুতে রেখেচেন—(রাজা মূৰ্ছিত ) ও কি মহারাজ, (হস্ত ধরিয়া) ওঠে, ওঠে, এ কথা কেহ বিশ্বাস করে না— রাজা। অামার প্রাণ বিদীর্ণ হলো ; মাধব, আমি আত্মহত্যা করি, অামি আর রাজসভায় মুখ দেখাব না—কি মনস্তাপ, কি অপবাদ—মাধব, আমি এমন কাজ করি নি । মাধ। আমি তো এ কথা বিশ্বাস করি নে, এ কথ। বিশ্বাস হতেও পারে না । রাজা । বিশ্বাস না হবার কারণ কি ? মাধ। মহারাজ, হিন্দুর শাস্ত্রে গোর দেওয়া পদ্ধতি নাই—আপনি হিন্দু হয়ে কি বড় রাণীর গোর দিতে গিয়েচেন ? এ কি বিশ্বাস হয় ? রাজা । মাধব, যারা তোমার মত পাগল, তারা পরম সুখী । মাধ। মহারাজ, যদি আমার কথা শুনতেন তা হলে এ জনরব রটুতো না, যদ্যপি সেই লিপি সকলকে দেখাতেন তা হলে বড় রাণীকে আপনি বধ করেন নাই এটা প্রমাণ হতো। রাজা । আমি বিবেচনা করেছিলেম বড় রাণীকে অবশ্যই পাবো, তাইতে লিপি দেখাবার আবশ্যক বোধ হয় নি—হ ! প্রেয়সি, আমি তোমার কি পাষণ্ড পতি ! হা! পুত্র, আমি