পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীন তপস্বিনী ›°እ মাল। আবার আমায় পেয়ে বস্লে । মল্লি । এখন মন্ত্রীর কৰ্ম্ম পেয়েচেন যে । মাল । সত্য না কি ? বিনা । হা, আজ হতে মন্ত্রীর ভার পেইচি । মল্লি । আজ মন্ত্রীর ভার পেয়েচেন, কাল মন্ত্রীর ভাড় পাবেন । মাল । মরণ আর কি ! ভাতারের সঙ্গে ও কি ল ? মল্লি । তা রঙ্গ করবার জন্যে বুঝি পথের লোক ডেকে আনবো ? বলে— দাতে মিসি দ্যাপন হাসি চুলে চাপা ফুল, পরে ধরে পীরিত করে মজাবে স্থ কুল । বিনা । ঠাকুরঝি, তুমি মল্লিকেকে পারবে না । মল্লিকে আমাদের এক হাটে বেচুতে পারে এক হাটে কিনতে পারে। মাল। হঁ্য ল মল্লিকে, তুই ভাতার বেচুতেও পারিস, ভাতার কিনতেও পারিস ? মল্লি । কেন তুমি কি তা জান না, তোমায় কত দিন যে কিনে এনে দিইচি । বিনা । তোমরা ভাই কেনা কিনি কর, আমি রাজবাড়ী যাই, আমার হাতে অনেক কাজ । মল্লি । কখন আসবে ? অাজ নাই গেলে, আমি এখনি বাড়ী যাব । বিনা । আমার অধিক রাত হবে না । [ বিনায়কের প্রস্থান । মাল । আহা ! মল্লিকের মুখখানি চুন হয়ে গেছে, ভাতার রাজবাড়ী গেল, হয়তো রেতে আসবে না । মল্লি । আমি বুঝি তাই ভাবচি ? ভাই, রাত্রিদিন পরিশ্রম কল্যে শরীর থাকে, আজ বিকালে এসে ভাত খেয়েচে । ల