পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S ०२ দীনবন্ধু-গ্রন্থাবলী মাল। তুই আর তামাসা করিস নে, তোর সম্পর্ক বিরুদ্ধ হয়েচে । মল্লি । তা হলে তোমার যে বনপো হলো । মাল । ও মা তাই তো । জল। কুলীন বামনের ঘরে এমন হোয়ে থাকে, তার জন্যে মনে কিছু দ্বিধা করে আমায় আবার সেই জগদম্বার হাতে নিক্ষেপ কর না । মাল । এর ব্যবস্থা নিতে হবে । জল । তা হলে আমার গুড় মাখাই সার, খাওয়া ঘটে না । মল্লি । হা, পীরিং কত্তে আবার ব্যবস্থা নিতে হবে ? তিথি নক্ষত্র দেখতে গেলে প্রেম হয় না, মন মজলেই হলে, বলে— রসিক নাগর, রসের সাগর, যদি ধন পাই, আদর করে করি তারে, বাপের জামাই । জল । বেশ বলেচ, বেশ বলেচ, আমার এতে মত আছে । আমি— ( স্বারে আঘাত ) নেপথ্যে । মালতি, আমার সনদ হচ্চে, তোমার ঘরে মানুষ আছে, আমি এ ঘর ও ঘর সব খুজিবো তার পরে ঘরে আগুন দিয়ে দেশান্তরি হবে । জল । এবার, ও মা এবার, কি করবে, কোথায় লুকাবো! মল্লিকে চেঁচয়ে কথা কয়ে আমার মাতাটি খেলে, এখন প্রাণরক্ষার উপায় কি ! , মাল। সন্দ কল্পে কেমন করে ; আমার গা ভয়ে কঁপিচে, ও তো এমন রাগী নয়, একটি কোপে মাথাটি দুখান করে ফেলবে । মল্লি । মন্ত্রী মহাশয়কে ও ঘরে—