পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎼᎼ8 দীনবন্ধু-গ্রন্থাবলী রাজপুত্ৰ, তোমার পুত্র, অামার প্রাণপতির পুত্র, আমার প্রিয় রমণীমোহনের পুত্র । তুমি যে নামটি অতি সুশ্ৰাব্য বলিয়া ব্যক্ত করেছিলে, পুত্রকে সেই নাম দিয়াছি। খোকা আমার কোল আলো করে বসে আছেন, আমার লতামণ্ডপে শত চন্দ্রের উদয় হয়েছে ; আমার প্রাণ আনন্দসলিলে অবগাহন করিতেছে। এমন ভুবনমোহন রূপ আমি কখন দেখি নি ; তোমার মত মুখ হয়েছে, তোমার মত হাত হয়েছে, তোমার পায়ের মত পা হয়েছে—খোকা তোমার অবয়ব অনুরূপ, যেমন প্রজ্বলিত প্রদীপ হইতে দীপ জালিলে সম্পূর্ণ অনুরূপ হয়। আমার অন্তঃকরণ কৃতজ্ঞতারসে আর্দ্র হইতেছে । তুমি সপত্নীকে সোনা দিয়েছ, মুক্ত দিয়েছ, হীরক দিয়েছ, রাজসিংহাসন দিয়েছ, কিন্তু তুমি আমায় অপার আনন্দপ্রদ দেবতাদুল্লভ পুত্ররত্ন দান করেছ, সপত্নী যে পরিমাণে কৃতজ্ঞতা স্বীকার করে তার শতগুণে আমার কৃতজ্ঞতা স্বীকার করা আবশ্যক । স্ত্রীভাগ্যে ধন, স্বামীভাগ্যে পুত্ৰ—তোমার ভাগ্যে আমি এমন অমূল্য নিধি কোলে পেয়েছি। প্রাণনাথ ! আবার আমার হৃদয়ে আক্ষেপ ক্ষীরোদ উথলিয়া উঠিতেছে, নয়ন দিয়া খেদ প্রবাহ প্রবাহিত হইতেছে। অামার র্কাদিবার কারণ কি ? আমি কি সপত্নীর একাধিপত্য বিবেচনায় কাদিতেছি ? আমি কি রাজসিংহাসন হইতে বিবর্জিত হইয়াছি বলিয়৷ কঁদিতেছি ? আমি কি তোমার দুঃসহ দারুণ বিরহে কাদিতেছি ? না নাথ, তা নয়। সে রোদন সাত মাস সংবরণ করিয়াছি । আমার নয়ন হইতে নব সলিল নিপতিত হইতেছে ; আমি এমন অকলঙ্ক সোনার চাদ প্রসব করিয়াছি, প্রাণপতিকে দেখাইতে পারিলাম না, আমি একবার জনমনোরঞ্জন নয়ননন্দন নবশিশু বক্ষে