পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 দীনবন্ধু-গ্রন্থাবলী যাবজ্জীবন স্থির নেত্রে মুত্ৰচন্দ্রম নিরীক্ষণ করি । জগদীশ্বর ! তোমার অনন্ত মহিমা, তোমার করুণার শেষ নাই ; হে করুণানিধান, দয়াসিন্ধে, মঙ্গলময়, আমার হারাধন বিজয়কে চিরজীবী কর—তুমিই আমার বিজয়ের গৃহধৰ্ম্মে, রাজকৰ্ম্মে, প্রজাপালনে উপদেষ্ট হও,–হে অনাথনাথ, তুমিই আমার বিজয়কে এত দিন ভয়াবহ অরণ্যে রক্ষা করিয়াছ, তুমিই আমার বিজয়কে বাঘের মুখ হইতে বাচায়ে রেখেচ, তুমিই আমার বিজয়কে দুর্গম বনে আহার দিয়াছ ; হে পতিতপাবন, পাপাত্মার বক্ষে বিজয় এসেছে বলে বিজয়কে কুপথে পতিত কর না । আহ ! আমি কি পাষাণহৃদয়, কি নিষ্ঠুর ; আমার জীবনসৰ্ব্বস্ব পুত্ররত্ন গহন বনে ভ্ৰমণ করে বেড়াইতেছিল, আমি সচ্ছন্দে রাজ-অট্টালিকায় বাস করিতেছিলাম ; আমার জীবনাধার অনাহারে দিনপাত করিতেছিল, আমি পরমানন্দে উপাদেয় ভক্ষ্য ভক্ষণ করিতেছিলাম ; আমার নবনীর পুতুল পাতা পেতে শুয়ে থাকৃতে, আমি কনক-পর্যাঙ্কে নিদ্রা যেতেম। প্রাণ, ধিক তোরে, প্রাণ, তুই পোড়ামাটি, তোতে অণুমাত্র স্নেহরস নাই, তা থাকলে কি তুই নিশ্চিস্ত থাকৃতিস, যে দিন পতিপ্রাণা প্রমদা পুত্র প্রসব করেছিলেন, সেই দিন আমায় বনে লয়ে যেতিস, আমি স্বর্ণলতায় মুক্তাফল দেখে চরিতার্থ হতেম । তপ । প্রাণকান্ত, ক্ষান্ত হও, আর বিলাপ করে না, দাসীর মুখ পানে চাও, অনেক দিনের পর তোমার মুখ দেখে প্রাণ জুড়াই ; তোমার মুখ একবার দেখলে দাসীর দশ হাজার বৎসরের বনবাস-যাতনা দূর হয়। মুখ তোল, (হস্ত ধরিয়া ) ওঠে, ওঠে, প্ৰাণেশ্বর, গাত্ৰোখান কর ; পরমানন্দে প্রাণপুত্র পুত্রবধু ক্রোড়ে লও। রাজা । প্ৰাণেশ্বরি, তুমি আমার রাজ্যেশ্বরী, রাজলক্ষ্মী, তোমার আগমনে আমার নিরানন্দ ভবন আনন্দময় হলো, তুমি