পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বদেশানুরাগী শ্ৰীযুক্ত বাবু শারদাপ্রসন্ন মুখোপাধ্যায় প্রণয়পারাবারেযু প্রিয়বন্ধু শারদাপ্রসন্ন ! মদীয় দীনধাম ভবদীয় কনক নিকেতনের নিকট নিবন্ধন বাল্যকালাবধি তোমার সহিত আমার আকৃত্রিম বন্ধুতা ; তুমি সহস্ৰ কৰ্ম্ম পরিহার পুরঃসর আমার পরিতোষ সাধন করিতে পরাস্ফুখ নও। প্রথম দর্শনাবধি তুমি আমায় এতই ভাল বাস, তোমার নিতান্ত বাসনা আমি সতত তোমার নিকট থাকি কিন্তু কাৰ্য্যগতিকে সে স্নেহগর্ভ বাসনার সম্পাদন অসম্ভব । যাহাকে ভাল বাসা যায় তৎসম্বন্ধীয় কোন বস্তু নিকটে থাকিলে কিয়দংশে মনের তৃপ্ততা জন্মে—এই প্রত্যয়ে নির্ভর করিয়া নির্দোষ-আমোদপ্রদ মৎপ্রণীত এতৎ প্রহসনটি তোমার হস্তে ন্যস্ত করিলাম। ইতি দর্শনোৎসুকমনাঃ শ্রীদীনবন্ধু মিত্র