পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিয়েপাগলা বুড়ে & A উড়ে এল গরুড় পাকি আকাশের কাজ ফেলে। এক ঠোকরে নিয়ে গেল শূয়োরমুখে ছেলে । আঙ্গুলগুলো রইল পড়ে থগপতির বরে। চেচে ছুলে মুড়ো বীট ওঝার বাপে করে । বাঁটার চোটে, আগুন উঠে, কেউটের ভাঙ্গে ঘাড় । হাড়ির ঝি, পেচোর মার আজ্ঞা, শিগগির ছাড় ॥ ( তিন ঘ ঝপট প্রহার ) গা কি চুলচে ? রাজী । বাবা রতন, তুমি ও বেটীর নামটা ব’লে না। রাম । মস্ত্রে আছে তা কি করবে—তুমি আবার মন্ত্র পড়ে । রাজী । এবার ও নামটা মনে মনে বলে । রাম । রোগীতে মন্ত্র না শুনলে কি মন্ত্র ফলে ? রত। চুপ কর গো—( রাজীবের মুখের কাছে ঝর্ণটা নাড়িয়া পুনৰ্ব্বার মন্ত্র পাঠানস্তর তিন ঘ ঝণটা প্রহার করিয়া ) কিরূপ বোধ হয় ? রাজী । আমার বাপু গা ঘুরচে, বিষে ঘুচে কি ঝাটায় ঘুচে তা আমি বলতে পারি নে—শেষের ঝপটাগুনে বড় লেগেচে । রত। আর ভয় নাই—(একটি ঝর্ণটার কাটি ভাঙ্গিয় আঙ্গুলের ঘা মুখে ফুটাইয়া দেওন ) রাজী । বাবা রে মরিচি, জ্বালাটা একটু থেমেছিল, আবার জ্বালিয়ে দিলে, বড় জ্বাল! কচ্চে, মলেম । রত। বাচলেম—এখন দশ কলসী কুয়ার জল দিয়ে নাইয়ে আনে । - ( রাজীব, রামমণি ও প্রতিবাসীদিগের প্রস্থান ) ভুবন । আমি ভাই ব্যাটাকে খুব মেরেচি।