পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিয়েপাগল বুড়ে 86. ঠোটকাট । বাসরঘরে আমার মান রক্ষা করেন তবে আপনাকে বাসরবিজয়ী বর বলবো । মাগীগুলো বড় ঠাঠা, কান মোড় দেয়, কিল মারে, নাক কামড়ায়, কোলে বসে । রাজী। এ ত সুখের বিষয় । দাদা । এখন রহস্তের সময় নয়, লগ্ন ভ্ৰষ্ট হয়, বৈকুণ্ঠ নাপিতকে ডাকুন পাত্র লয়ে যাক । বৈকুণ্ঠের প্রবেশ ঘট । বৈকুণ্ঠ আর বিলম্ব ক’র না, পাত্র কোলে করে লও। বৈকু । আপনি যে বুড় বর এনেচেন এ কি কোলে করা যায় । কাকা । আমাদিগের বংশের রীতি অাছে সভা হতে বর নাপিতের কোলে যায়, হেঁটে যাওয়া পদ্ধতি নাই । রাজী। পরামাণিকের পো, আমি আলগা দিয়ে কোলে উট্রবো, দেখ নিতে পারবে এখন, কিছু পাওয়ার পিত্তেশ রাখ ত ? বৈকু। পাওয়ার পিত্তেশ রাখি, কোমরিকেও ভয় করি । দাদা। একটা সামান্য কৰ্ম্মের জন্য শুভ কৰ্ম্ম বন্ধ থাকবে ? বৈকুণ্ঠ চেষ্টা করে দেখ বুড় মানুষ অধিক ভারি নয়। বৈকু। মহাশয় পুরাণে চাল দমে ভারি। এক একখানি হাড় এক একখানি লোহার গরাদে ! এ বোঝা নিয়ে কি মাজ৷ ভেঙ্গে ফেলবো । কাকা । উপায় ? রাজী। অামি লাফ দিয়ে লাফ দিয়ে যাই । পুরে। প্রচলিত আচারানুসারে মৃত্তিকায় পদস্পর্শ হওয়া অবৈধ, উল্লম্ফ দ্বারা গমন করিলে মৃত্তিক স্পর্শ হবে। রাজী। ঘটকরাজ, এক্ষণকার উপায় ? এ কথা কেন