পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

)는 দীনবন্ধু-গ্রন্থাবলী গোকু। আমার মতে ওর হাতে এক পয়সা দেওয়া নয়, ওকে বাড়ীর বার হতে দেওয়া নয় । জীব । আমি কি টাকা দিই, গিন্নি দেন—সে দিন গিন্নির বাক্সট জোর করে খুলে দশ হাজার টাকার একখান কোম্পানির কাগজ নিয়ে গেল । গোকু । ব্যানকে জিজ্ঞাসা করে দেখবেন দেকি, ছেলটির জন্মের ত কোন দোয নাই । জীব । তোমার সেকেলে ব্যান, তার ছেলেতে সন্দ হয় না —একেলে ব্যানেরা লেখাপড় শিখেছেন, গাউন পরেচেন, বাগানে যাচ্চেন, এদের ছেলেতে সন্দ হবে –ব্যানরে যা খুসি তাই করুন, আমার একটি কথা তোমার ভাই রাখতে হবে । গোকু । আজ্ঞ করুন । জীব । ওকে তোমার হোসে নিয়ে হোঁসের কাজ শেখাতে হবে, আর রোজ রাত্রে তোমার কাছে এসে পড়াশুনা করবে— আমি তোমার নিন্দা কত্তেম—তুমি জাত মান না, ব্রহ্মসভায় যাও, আপনিও দীক্ষা হলে না, ব্যানকেও দীক্ষা হতে দিলে না —কিন্তু এখন আমি দেখ চি তোমরা মাতার মণি, তোমাদের মধ্যে মদও চলে না, বেশ্বাও চলে না, আর তোমরা একত্র হয়ে পরোপকার, স্কুল, ডিসপেন্সরি করবের সুযোগ কর—কিন্তু আমার কুলাঙ্গারের সব বিপরীত—বলবো কি মদ খায়, বেশ্বাবাড়ীতে অন্ন আহার করে, আর যত মাতালের সঙ্গে মিল–গুওট। এসব ছেড়ে যদি তোমার সঙ্গে মিশে গোরু খায় তাতেও আমি ক্ষুব্ধ হই নে—তুমি যা ভাল বোঝ ভাই তাই কর—আমার ছেলে, তোমার দাদার জামাই—অধঃপাতে গেলে শুধু আমার যাবে না । গোকু । আমায় বলচেন আমি নিয়ে যাব, কাজকৰ্ম্ম শেখাবার চেষ্টা করবেী—কিন্তু ফল দশে এমন বোধ হয় না—কারণ ও গোড়ায় বিগড়েছে, তাতে বড় মানষের ছেলে ।