পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক প্রথম গর্ভাস্ক কঁাশারিপাড়া। কুমুদিনীর শয়নঘর কুমুদিনী এবং সৌদামিনীর প্রবেশ কুমু। এর চেয়ে বিধবা হয়ে থাকা ভাল—আমি ভাই আর সইতে পারি নে, আমি গলায় দড়ি দে মরবো । সোঁদ । আস্তে বলিস্, মা শুনলে রাগ করবেন। কুমু। করুন গে—সাধে বলি, মনের দুঃখে বলি—দেখ দেখি ভাই রক্ত মাংসের শরীর ত বটে, ঠাকুরজামাই এক শনিবার না এলে তোমার মনটি কেমন হয়, চক্ৰ যে ছল ছল কত্তে থাকে । সোঁদ। তা ভাই দুধের সাধ তো ঘোলে মেটে না, ত৷ নইলে আমি না হয় তোকে দুদিন দিই । কুমু তুই আর কাটা যায় মুনের ছিটে দিস নে—তুই যে ভাতারকামড়া তুই আবার অন্য নোককে দিবি, ঘরে এসে একটা ঠাকুরজামাই দুটো হয় তাতেও তোর মন ওটে কি না সনদ । সোঁদ । আমার বড় সাধ, আমার ভাতার একদিন মদ খেয়ে ঘরে আসে আর এক মাগীকে রাখে । কুমু। দূর মড়, তোর আজ গবি সাধ দেখে আর বঁচি নে । সোঁদ । তোকে দেখাই কেমন ক’রে বশ কত্তে হয়। কুমু। তোর বশের যদি এত জোর, তোর ভাইকে দিয়ে কেন দেখা না ? সোঁদ । তোদের বুঝি হয়ে থাকে তাই বলচিস্। কুমু। তুই নাকি বশের বড়াই কচ্চিস্ তাই বলচি—পোড়